১৯ তারিখে শুরু হয়েছে জাতীয় নির্বাচন প্রক্রিয়া। নির্বাচনের প্রত্যাশায় সংবাদ মাধ্যমগুলো এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো লোকসভা নির্বাচনের ফলাফলের প্রাক-নির্বাচনী সমীক্ষা এবং পূর্বাভাস প্রকাশ করেছে। ভারতীয় পোলিং এজেন্সি সি-ভোটারের সহযোগিতায় এবিপি আনন্দও তাদের সমীক্ষার ভিত্তিতে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করেছে। সি-ভোটারের অপিনিয়ন পোল নিয়ে সম্প্রচারিত এবিপি আনন্দের ভিডিও উপস্থাপনের একটি স্ক্রিনশট শেয়ার করে দাবি করা হচ্ছে, কোচবিহার লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী শাসক দল তৃনমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ্চন্দ্র বাসুনিয়া।

তথ্য যাচাই করে আমরা ভাইরাল গ্রাফিকটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছি। আসলে এবিপি আনন্দের সি-ভোটার সমীক্ষায় কোচবিহার কেন্দ্রে টিএমসি প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়া নয় বরং বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হয়েছে। ফেসবুক পোস্টের ভাইরাল গ্রাফিকটি সম্পাদিত।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

২০১৯ এর লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্র আছে বিজেপির অধীনে। নিশীথ প্রামানিক সেই কেন্দ্রে জয়ী হয়ে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজ্য যুব ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রীর পদ সামলাচ্ছেন। কোচবিহার কেন্দ্রে বিজেপির হাত শক্ত বলেই মনে করা হয়ে থাকে এবং সেখানে অন্য প্রার্থীর জয়ের খবর একটু বিস্ময়কর। চলতি মাসের শুরুতেই প্রধানমন্ত্রী মোদী কোচবিহারে নির্বাচনী প্রচারকার্যও সেরে গেছেন।

ভাইরাল গ্রাফিকের সত্যতা যাচাই করতে আমরা প্রথমে এবিপি আনন্দের অপিনিয়ন পোলকে ঘিরে তাদের ভিডিও উপস্থাপনটি খুঁজে বের করি। ফলে, সুমন দে পরিচালিত এই অনুষ্ঠানটি এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে পেয়ে যায় যা ১২ এপ্রিল তারিখে আপলোড করা হয়েছে। ১৫০৫৫ মিনিট দীর্ঘ এই শোতে পরিচালক সুমন দে বেশ কিছু বিশেষজ্ঞদের একটি প্যানেলকে নিয়ে বিভিন্ন কেন্দ্রের সম্ভাব্য বিজয়ী নিয়ে আলোচনা করছেন। ৫৮৫০ মিনিটে কোচবিহার কেন্দ্রের সমীক্ষার তথ্য নিয়ে আলোচনা শুরু করেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক ও টিএমসি প্রার্থী বাসুনিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সভার ঠিক ৫৯৪০ মিনিটে বিজেপি প্রার্থী ও টিএমসি প্রার্থী দুজনকেই স্ক্রিনে দেখা যাচ্ছে। বসুনিয়াকে সম্ভাব্য বিজয়ী হিসেবে প্রজেক্ট করার কোনো গ্রাফিক খুঁজে পাইনি।

কিছুক্ষণ পরেই স্ক্রিনে প্রামাণিককে কোচবিহার কেন্দ্রের সম্ভাব্য বিজয়ী হিসাবে দেখায়।

সংবাদ উপস্থাপনঃ

স্পষ্ট হয় যে, 'সম্ভাব্য বিজয়ী' নির্দেশক বাংলা পাঠ্যটি প্রামাণিকের উদ্দেশ্যে। আগের স্লাইডে দেখানো বাসুনিয়ার ছবিকে 'সম্ভাব্য বিজয়ী' নির্দেশক স্লাইডের সাথে জুড়ে দেওয়া হয়েছে।

বিভ্রান্তিকর এই ফেসবুক পোস্টটি ভাইরাল হওয়ার পরে পরেই এবিপি আনন্দ একটি প্রতিবেদন প্রকাশ করে স্পষ্ট করে যে ভাইরাল গ্রাফিকটি সম্পাদিত। সি-ভোটারের সমীক্ষা অনুযায়ী কোচবিহারে সম্ভাব্য বিজয়ী বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক, জগদীশচন্দ্র বাসুনিয়া নয়। (আর্কাইভ)

নিষ্কর্ষঃ

তথ্যের ভিত্তিতে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ভাইরাল গ্রাফিকটি সম্পাদিত। এবিপি আনন্দের প্রচারিত সি-ভোটারের সমীক্ষা অনুযায়ী কোচবিহার কেন্দ্রে সম্ভাব্য বিজয়ী বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক, তৃনমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়া নয়।

Avatar

Title:কোচবিহার লোকসভা আসনে টিএমসি প্রার্থীর সম্ভাব্য জয় প্রদর্শিত এবিপি আনন্দের গ্রাফিকটি সম্পাদিত

Written By: Nasim A

Result: Altered