২০২৪ সালের লোকসভা ভোটের ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল করে দাবি করা হচ্ছে এবিপি সি-ভোটার ওপিনিয়ন পোল অনুযায়ী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী হলে তৃনমূল কংগ্রেস। ভাইরাল এই পোস্টের ছবিতে দেখা যাচ্ছে এপিবি আনন্দ সাংবাদিক সুমন দে সমীক্ষার ফলাফল দেখাচ্ছেন। এই সমীক্ষা অনুযায়ী রায়গঞ্জে জয়ী তৃনমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। দ্বিতীয় দভায় আগামি ২৬ এপিল দেশের মোট ৮৯টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহন হবে। ২৬ তারিখেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কেন্দ্রে ভোট হবে যেখানে বিজেপির হয়ে লড়ছেন কার্তিক পাল, তৃনমূলের হয়ে কৃষ্ণ কল্যাণী এবং বাম-কংগ্রেস জোটের প্রার্থী আলি ইমরাম রামজ (ভিক্টর)।

তথ্য যাচাই করে আমরা দেখেতে পেয়েছি এই দাবি সত্য নয়। এবিপি সি-ভোটার অপিনিয়ন পোল অনুযায়ী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী হলেন বিজেপি প্রার্থী কার্তিক পাল।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাই:

আমরা প্রথমেই পশ্চিমবঙ্গের এবিপি-সি ভোটার ওপিনিয়ন পোলের তালিকা খোঁজার চেষ্টা করি। ১৩ এপ্রিল তারিখে এপিবি আনন্দ ইউটিউব চ্যানলে প্রকাশিত একটি ভিডিও খুজে পাই যেখানে রাজ্যের ৪২টি আসনের সম্ভাব্য জয়ীদের তালিকা পাওয়া যায়। ভিডিও ৩ ঘণ্টা ৫১ মিনিটের এবং ভিডিওএ ৩৪ মিনিটে দেখা যায় সঞ্চালক সুমন দে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ওপিনিয়ন পোলের ফলাফল নিয়ে কথা বলছেন। তিনি স্পষ্ট করেই বলেন যে এবপি সি-ভোটার ওপিনিয়ন পোল অনুযায়ী রায়গঞ্জে সম্ভাব্য জয়ী হলেন বিজেপি প্রার্থী কার্তিক পাল।

এর থেকে স্পষ্ট হয়ে যায় যে ভাইরাল পোস্টের দাবি একেবারেই ভুয়ো। এবিপি সি-ভোটার সমীক্ষা অনুযায়ী, রায়গঞ্জের সম্ভাব্য জয়ী তৃনমূল নয়। ভাইরাল পোস্টের যে ছবিটি শেয়ার করা হচ্ছে সেটি আসলে ভুয়ো এবং এডিটিং প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। প্রথম দফার ভোটের আগে ঠিক এমনই একটি ভুয়ো পোস্ট ভাইরাল করা হয়েছিল কোচবিহার লোকসভা কেন্দ্রকে নিয়ে। ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে সেটিকে ভুল প্রমাণিত করেছে।

নিষ্কর্ষ: তথ্য যাচাই করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভাইরাল দাবিটি ভুয়ো। এবিপি সি-ভোটার অপিনিয়ন পোল অনুযায়ী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী হলেন বিজেপি প্রার্থী কার্তিক পাল।

Avatar

Title:এবিপি সি-ভোটার ওপিনিয়ন পোল অনুযায়ী রায়গঞ্জ লোকসভায় জয়ী তৃনমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ? জানুন এই ভুয়ো দাবির সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: Altered