‘ব্লু মুন’ চন্দ্র ল্যান্ডারের অ্যানিমেশন ভিডিও চন্দ্রযান ৩-এর ল্যান্ডার দাবিতে শেয়ার 

False International

২৩ আগস্ট তারিখে চন্দযান ৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখে ঐতিহাসিক ঘটনার সুচনা করেছে ভারত। এই প্রসঙ্গেই চন্দ্রযান ৩ সম্বন্ধিত বিভিন্ন ভিডিও শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাদের মধ্যে বেশির ভাগই সত্য হলেও কিছু কিছু রয়েছে অপ্রাসঙ্গিক। একটি ভিডিও যা শেয়ার করে ফেসবুক ব্যবহারকারী দাবি করেছে যে ভিডিওটি চন্দ্রযান ৩ এর চাঁদে অবতরণের। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” ইতিহাস তৈরী হল। অভিনন্দন দেশের মহাকাশ বিজ্ঞানীদের। অভিনন্দন ISRO চন্দ্রজান সফলতার জন্য ISRO র সাথে যুক্ত প্রতিটি বিশেষজ্ঞ থেকে সমস্ত কর্মচারীদের জন্য আমরা আজ গর্বিত। অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। ব্লু ওরিজিন স্পেস কোম্পানি দ্বারা তৈরি চন্দ্র অভিযানের জন্য ল্যান্ডার ‘ব্লু মুন’-এর অ্যানিমেশন ভিডিওকে চন্দ্রযান ৩ দাবিতে শেয়ার করা হচ্ছে।  

ফেসবুক পোস্ট 

চন্দ্রযান ৩ সম্পর্কিত যে কোন আপডেট পেতে নজর রাখুন এখানে। 

তথ্য যাচাইঃ 

ইসরো কর্তৃক চন্দ্রযান ৩-এর বিভিন্ন ভিডিও, ছবি শেয়ার করা হয়েছে। সেগুলোর সাথে এই ভিডিওর কোন মিল না পাওয়াই ভিডিওটির সত্যতা নিয়ে মনে সংশয় জাগে। এই সংশয় দূর করতে ভিডিওটিকে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ‘গ্রিক ওয়্যার’ নামের সংবাদ প্রতিবেদনে হুবহু একই রকমের একটি ল্যান্ডারের ছবির উল্লেখ পাই। চাঁদে অবতরণের কথা মাথায় রেখে কাল্পনিকভাবে নির্মিত এই লান্ডারটির নাম হল- ব্লু মুন। আমাজন কোম্পানির মালিক জেফ বেজস-এর মালিকাধিন ব্লু ওরিজিন এজেন্সি দ্বারা এই অ্যানিমেশন ভিডিওটি বানানো হয়েছে। 

প্রতিবেদন আর্কাইভ 

এই সূত্র ধরে ইউটিউবে ‘ব্লু মুন’ সার্চ করলে ‘ব্লু ওরিজিন’-এর চ্যানেলে ভাইরাল ফেসবুক ভিডিওর দীর্ঘ সংস্করণটি পেয়ে যায়। ১০ মে, ২০১৯, তারিখে আপলোড করা এই ভিডিওর বিবরণে জানানো হয় যে ব্লু মুন একটি নমনীয় ল্যান্ডার যা সুনির্দিষ্ট এবং নরম অবতরণ প্রদানের ক্ষমতা রাখে। 

স্পেস-এর প্রতিবেদন অনুযায়ী, ব্লু মুন হল মানববিহীন একটি লুনার ল্যান্ডার যা চন্দ্রপৃষ্ঠে ভারী ওজনের সামগ্রী নিয়ে যেতে সাহায্য করবে। ল্যান্ডারটি BE-7 ইঞ্জিন দ্বারা চালিত হবে। কনফিগারেশন এবং মিশনের উপর ভিত্তি করে চন্দ্র পৃষ্ঠে একাধিক মেট্রিক টন সরবরাহ করতে বড় ল্যান্ডারও তৈরি করা হবে।  

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ভিডিওতে যে ল্যান্ডারটিকে অবতরন হতে দেখা যাচ্ছে তা চন্দ্রযান ৩ নয়, ব্লু মুন নামের চন্দ্র ল্যান্ডার যা আমেরিকা দ্বারা চন্দ্র অভিযানের কাজে লাগানো হবে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ‘ব্লু মুন’ চন্দ্র ল্যান্ডারের অ্যানিমেশন ভিডিও চন্দ্রযান ৩-এর ল্যান্ডার দাবিতে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:‘ব্লু মুন’ চন্দ্র ল্যান্ডারের অ্যানিমেশন ভিডিও চন্দ্রযান ৩-এর ল্যান্ডার দাবিতে শেয়ার

Written By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *