পেট্রোল এবং ডিজেলে রাজ্য সরকারের কর মাত্র ৯০ পয়সা নয়

False Political

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করা দাবি করা হচ্ছে, তেলের ট্যাক্সে ১০০ টাকার মধ্যে ২৮ টাকা নেয় কেন্দ্রীয় সরকার এবং ৯০ পয়সা পায় রাজ্য সরকার। পোস্টে একটি গ্রাফিক শেয়ার করা হয়েছে যার ওপরে লেখা রয়েছে, “তেলে ট্যাক্সের সবটাই মোদী নেয়। পেট্রোল ডিজেলের ১০০ টাকার মধ্যে ২৮ টাকাই ট্যাক্স নিচ্ছে মোদী সরকার।। রাজ্যকে ভাগ দেয় ৯০ পয়সা।।“ নিচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যাঙ্গাত্মক ছবি দেওয়া রয়েছে যার ওপরে লেখা রয়েছে, “মোদী ট্যাঙ্ক গরীবের চোষা রক্ত।“ 

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “গরীবের রক্ত চুষে নরখাদকটা বিলাসিতার খরচ তুলছে। আর বেজন্মা ভক্তরা বলে বেড়াচ্ছে রাজ্য কেন তেলের দাম কমাচ্ছে না।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। পেট্রোল এবং ডিজেলের ওপর কেন্দ্রের ধার্য কর হল যথাক্রমে ২৭.৯০ টাকা ও ২১.৮০ টাকা এবং রাজ্য সরকার পায় প্রায় যথাক্রমে ১৯.৫০ টাকা এবং ১৩.৫০ টাকা। 

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাই

কেন্দ্রীয় ‘পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকে’র ‘পেট্রোলিয়াম প্ল্যানিং এবং অ্যানালাইসিস সেল’র ওয়েবসাইট থেকে জানতে পারি, পেট্রোল চারটি ভাগে মোট ২৭.৯০ টাকা কর নেয় কেন্দ্র। বেসিক আবগারি শুল্ক ১.৪০ টাকা/লিটার, বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক ১১ টাকা/ লিটার, কৃষি পরিকাঠামো ও উন্নয়ন শুল্ক ২.৫০ টাকা/লিটার এবং সড়ক পরিকাঠামো কর ১৩ টাকা/লিটার। এই চারটি যোগ করে পেট্রোলের ওপর কেন্দ্রের মোট কর দাড়ায় ১.৪০+১১+২.৫০+১৩= ২৭.৯০ টাকা।

ডিজেলের ক্ষেত্রে, ১.৮০+৮.০+৪.০+৮.০= ২১.৮০ টাকা। 

অন্যদিকে, এই ওয়েবসাইটে আরও দেখতে পাই বিভিন্ন রাজ্যের পেট্রোলের অপরের করের পরিমান ভিন্ন। যেমন, কর্ণাটকে পেট্রোলের ওপর অতিরিক্ত শুল্ক ৩২% আবার আরুনাচল প্রদেশে সেটা ২০%। তেমনই পশ্চিমবঙ্গে এই করের পরিমান হল ২৫% বা ১৩.১২ টাকা প্রতি লিটার (যেটা বেশি সেটা নেওয়া হয়)। সঙ্গে ১০০০ লিটার প্রতি আরেকটি কর রয়েছে। সবমিলিয়ে যা প্রায় ২০ টাকার কাছাকাছি পৌঁছয়। 

ডিজেলের ক্ষেত্রে, ১৭% বা ৭.৭০ টাকা প্রতি লিটার (যেটা বেশি সেটা নেওয়া হয়) এবং ১০০০ লিটার প্রতি আরেকটি কর রয়েছে। সবমিলিয়ে লিটারপ্রতি প্রায় ১৩.৫০ টাকার কাছাকাছি রাজ্য সরকার পায়।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। পেট্রোল এবং ডিজেলের ওপর কেন্দ্রের ধার্য কর হল যথাক্রমে ২৭.৯০ টাকা ও ২১.৮০ টাকা এবং রাজ্য সরকার পায় প্রায় যথাক্রমে ১৯.৫০ টাকা এবং ১৩.৫০ টাকা।

Avatar

Title:পেট্রোল এবং ডিজেলে রাজ্য সরকারের কর মাত্র ৯০ পয়সা নয়

Fact Check By: Rahul A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *