যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে র‍্যাঙ্গিং কাণ্ডে ছাত্র মৃত্যুর ঘটনায় বঙ্গ রাজনীতি এখন তুঙ্গে। প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বিপ কুণ্ডুর মৃত্যুতে এখন অবধি সৌরভ চৌধুরী সহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই প্রসঙ্গে অনেক ছবি,ভিডিও, লেখা পোস্ট ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবি আমাদের নজরে পড়েছে যার সত্যতা যাচাইকে ঘিরেই আজকের এই প্রতিবেদন। তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের মুখপাত্র কুনাল ঘোষের সাথে দাঁড়িয়ে থাকা এক যুবকের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে যুবকটি আর অন্য কেউ নয় বরং র‍্যাঙ্গিং কাণ্ডে ধৃত সৌরভ চৌধুরী।

ছবিটির নীচে ক্যাপশনের মত লেখা হয়েছে,” যাদবপুর কাণ্ডে সর্বপ্রথম ধৃত সৌরভ চৌধুরী কখনো বিজেপি আবার কখনো মমতার লোক | বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবার "We The Independent" অর্থাৎ "আমরা স্বাধীন" | ধান্দাবাজদের কত রং।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। মমতা ব্যানার্জি ও কুনাল ঘোষের সাথে দাঁড়িয়ে থাকা যুবকটি সৌরভ চৌধুরী নয়, সাংবাদিক তমাল সাহা।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

এই ছবির সত্যতা যাচাই করতে ছবিটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং র‍্যাগিং কাণ্ডে ধৃত সৌরভ চৌধুরী ও ভাইরাল ফেসবুকের পোস্টের ছবিতে থাকা যুবকের ছবিটিকে তুলনামূলক ফ্রেমের মাধ্যমে তুলনা করে দেখতে পাই তাদের মধ্যে শারীরিক গঠন ও মুখমণ্ডলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তুলনামূলক ফ্রেমটি নীচে দেখুনঃ

তাহলে ফেসবুক পোস্টের ছবিতে থাকা যুবকটি কে ?

এই প্রশ্নের উত্তর খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একই রকমের কয়েকটি ছবির হদিশ মিলে। যেখানে যুবককে ও কুনাল ঘোষকে সেই একই ধরনের পোশাক পরিধান করে থাকতে দেখা যাচ্ছে। তমাল সাহা নামের যুবক ছবিগুলো শেয়ার করে ভাইরাল ফেসবুক পোস্টের প্রসঙ্গ টেনে জানিয়েছেন ছবিতে থাকা যুবক সৌরভ চৌধুরী নন। প্রসঙ্গত, বলে রাখা ভালো যে তমাল সাহা একজন একজন সাংবাদিক এবং সম্প্রতি তিনি নিজে একটি স্বাধীন নিউজ চ্যানেল খুলেছেন। ছবি গুলো শেয়ার করে তিনি আরও জানিয়েছেন ছবি গুলো রাজভবনে স্বাধীনতা দিবস পালনের সময়ের। রাজভবনে স্বাধীনতা দিবস পালনের এই সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্যপাল ডঃ সি.ভি.আনন্দ বোস। তাছাড়াও ছিলেন সংবাদমাধ্যম ‘জি২৪ ঘণ্টা’র সহকারী সম্পাদক মোপিয়া নন্দি সহ অনেকে। তমাল সাহার ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে মোপিয়া নন্দি ব্যাঙ্গাত্বক রুপে লিখেছেন- ওহ! "সৌরভ চৌধুরীর" সঙ্গে আমার যে এত ছবি আছে JU এর কিছু জোকার না থাকলে জানতেই পারতাম না!।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। সাংবাদিক তমাল সাহার ছবিকে সৌরভ চৌধুরীর নামে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:যাদবপুর ছাত্রাবাসে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার সৌরভ চৌধুরীর নামে ভাইরাল সাংবাদিক তমাল সাহার ছবি

Written By: Nasim Akhtar

Result: False