ক্যালিফোর্নিয়ার দাবানলের ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার

Partly False Political

প্রতিপক্ষকে খোঁচা দিতে ভুয়ো খবর ছড়ানোর নিরিখে রাজনৈতিক দলগুলির নাম সবসময়ই সারির শীর্ষে থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল পেজ থেকে একটি গ্রাফিক ছবি শেয়ার করে দাবি করা হয়, এটি বসিরহাটের একটি ঘটনার ছবি। 

পোস্টের ছবিতে সবার ওপরে লেখা রয়েছে “আবারও তৃণমূলের অনাচারের নিদর্শন এলো প্রকাশ্যে”, তারই ঠিক নিচে লেখা রয়েছে “বিজেপি নেতা নূর ইসলামের দোকান-স্কুলে আগুন লাগলো তৃণমূলের গুন্ডারা। বসিরহাটে তৃণমূলের অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় এই কান্ড করে তৃণমূলবাহিনী” এবং সবচেয়ে নিচে লেখা রয়েছে “আর কত মানুষ রাজনৈতিক হিংসার শিকার হবে পশ্চিমবঙ্গে? জবাব দাও পিসি?”

এই লেখাগুলির সাথে গ্রাফিকটিতে দুটি ছবিও রয়েছে। একটি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এবং অপর ছবিতে একটি অগ্নিকান্ডের ছবি দেখা যাচ্ছে। এছাড়াও পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “বিরোধীদের উপর আর কত অত্যাচার করবেন পিসি? আর কত মানুষকে রাজনৈতিক হিংসার শিকার হতে হবে আপনার রাজত্বে? জবাব দিন পিসি?” 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই আগুনের ছবিটি বসিরহাটের নয়। এটি ক্যালিফোর্নিয়ার দাবানলের একটি ছবি। 

BJP claim.png
ফেসবুক আর্কাইভ 

তথ্য যাচাই

প্রথমেই আমরা ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে অনুসন্ধান করা চেষ্টা করি। ফলাফলে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি ইউকে’র ২০১৪ সালের মে মাসের একটি প্রতিবেদনে ছবিটিকে দেখতে পাই। এই প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার দাবানলের কারনে ২০ হাজারেরও বেশি বাড়ি খালি করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার দাবানলের আরও অনেকগুলি ছবি দেওয়া রয়েছে প্রতিবেদনেটিতে। 

California wildfire.png
প্রতিবেদন আর্কাইভ 

বিবিসির প্রতিবেদনের ছবির নিচে স্টক ছবির সংস্থা ‘গেট্টি ইমেজেস’র নাম লেখা রয়েছে। এরপর গেট্টি ইমেজেস-এর ওয়েবসাইটে কিওয়ার্ড সার্চ করে এই ছবিটিকে খুঁজে বের করি। ২০১৪ সালের ১৪ মে এই ছবিটি তোলা হয়েছিল। এর শিরোনামে লেখা রয়েছে, “ক্যালিফোর্নিয়ার কার্লসবাডে দাবানলের কারনে হাজার হাজার মানুষকে সরানো হয়েছে।“ ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, “ক্যালিফোর্নিয়ার সান মার্কসে ২০১৪ সালের ১৪ মে-এর দাবানল একটি বাড়িকে গ্রাস করে ফেলে। ঝোড়ো হাওয়া এবং শুকনো আবহাওয়ার ফলে প্রায় ৫০০ একর অঞ্চল আগুনের শিখায় জ্বলে যায়। কমপক্ষে আরও চার পাঁচটি অঞ্চলেও আগুন ছড়িয়ে যায়।“

download (24).png
গেট্টি ইমেজেসআর্কাইভ 

এরপর এই ছবির সাথে পোস্টের ছবি তুলনা করে দেখতে পাই দুটি একই ছবি।

Copy of Squire Image Comparison.png

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। পোস্টে ব্যবহৃত ছবিটি বসিরহাটের নয়, এটি ক্যালিফোর্নিয়ার দাবানলের ছবি।

Avatar

Title:ক্যালিফোর্নিয়ার দাবানলের ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার

Fact Check By: Rahul A 

Result: Partly False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *