
কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়কে কেন্দ্র করে একটি টুইট আমাদের নজরে পড়ে। টুইটটি সাধারণ কোন ব্যাক্তির নয় স্বয়ং পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। টুইটের বহির্বিবরন থেকে শেহবাজ শরিফের ভেরিফাইড টুইটার প্রোফাইলই মনে হচ্ছে। উর্দু ভাষায় করা এই টুইটের বাংলা মানে হয় এরকম- রাজ্যে কংগ্রেসকে নির্বাচিত করার জন্য আমি কর্ণাটকের জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আশা করি যে, কংগ্রেস আমাদের এসডিপিআই সহ ভারতে ইসলামের শক্তিশালীকরণ এবং কর্ণাটকের সার্বভৌমত্বের জন্য কাজ করবে। পোস্টে দাবি করা হয়েছে- কংগ্রেসকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন পাক-প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আসুন ছবিটির সত্যতা যাচাই করি।
টুইটের স্ক্রিনশট শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “কর্নাটকে কংগ্রেস জেতার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী কংগ্রেসকে শুভেচ্ছা বার্তা 👇 পাঠিয়েছে কারা যেন বলে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে 🧐।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়কে ঘিরে পাক-প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কোন টুইট করেনি। পোস্টের এই ভাইরাল টুইটটি প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে।

তথ্য যাচাইঃ
পোস্টের টুইট স্ক্রিনশটে উল্লেখ রয়েছে যে টুইটটি ১৩ মে তারিখের ১০:১৮ মিনিটে করা হয়েছে। এখানে লক্ষ্যনিয় বিষয় যে, ১০:১৮ মিনিট সময়ের সাথে AM না PM তা উল্লেখ নেয় যা সাধারণ টুইট পোস্টের সাথে বিরুদ্ধ আচরন করে।
তারপর আমরা শেহবাজ শরিফের টুইটার প্রোফাইলে ১৩মে তারিখের টুইটগুলি দেখি। ১৩ তারিখ তার প্রোফাইল থেকে মোট তিনটি টুইট করা হয়েছে যাদের মধ্যে কোনটিই ১০:১৮ মিনিট সময়ে করা নয়। তাছাড়াও, এই তিনটি টুইটই পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে, কর্ণাটক বিধানসভা নির্বাচনের সাথে সম্পর্কিত নয়।

তার প্রোফাইলের আর্কাইভেও ১৩ তারিখের এই তিনটি টুইটেরই উল্লেখ পাওয়া যায়।
তিনি কি টুইটটি ডিলিট করেছেন ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ টুল Social Blade এবং Truth Nest-এর ওয়েবসাইট থেকেও পাওয়া যায় যে পাক-প্রধানমন্ত্রী ১৩ তারিখে মোট ৩টি টুইট করেছিলেন। এই টুইট তিনটি তার প্রোফাইলেই রয়েছে। অর্থাৎ, টুইটটি ডিলিট করে দেওয়ার প্রশ্নই উঠেনা।

কর্ণাটকে কংগ্রেসের জয়কে ঘিরে পাক-প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কোন টুইট করেছে ?
এই প্রশ্নের উত্তর হচ্ছে, না।
কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে চলতি মাসের ১৩ তারিখ। ১৩ তারিখ থেকে আজ অবধি কর্ণাটকে কংগ্রেসের বিজয়কে ঘিরে কোন টুইট করেননি তিনি।
তার টুইট প্রোফাইল দেখুন এখানে
তথ্য প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয় যে, কর্ণাটকে কংগ্রেসের জয়কে ঘিরে কোন টুইট করেননি পাক-প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তার নামে ভাইরাল টুইটের স্ক্রিনশটটি সম্পাদিত।
নিষ্কর্ষঃ
তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়কে ঘিরে পাক-প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কোন টুইট করেনি। পোস্টের এই ভাইরাল টুইটটি প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে।

Title:কর্ণাটক বিধানসভা নির্বাচনঃ কংগ্রেসকে অভিনন্দন জানিয়ে কোনও টুইট করেননি শেহবাজ শরিফ
Fact Check By: Nasim AResult: False