
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে, সংবাদ মাধ্যম বিবিসি-এর আহ্বানে লন্ডনে ভাষণ দিতে যাচ্ছেন বামফ্রন্ট নেত্রী দীপ্সিতা ধর। পোস্টের গ্রাফিক্সে দেখা দীপ্সিতার ছবি দেওয়া রয়েছে এবং পাশে দিকে লেখা রয়েছে, “বিবিসি-র আহ্বানে লন্ডনে ভাষণ দিতে যাচ্ছে এস এফ আই এর সর্ব ভারতীয় সম্পাদক দিপ্সিতা ধর সংগ্রামী অভিনন্দন।” এছাড়া, গ্রাফিক্সে সংবাদ মাধ্যম বিবিসি-এর বড় আকারের লোগো দেওয়া রয়েছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “🌹🙏🌹 কমরেড লাল সেলাম 🌹🙏🌹।”
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের মাধ্যমে করা দাবি ভুয়ো। কলকাতায় আয়োজিত বিবিসির এক সভায় উপস্থিতির আমন্ত্রনের খবরকে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে কোনও তথ্য পাওয়া যায় না। দীপ্সিতা ধরের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুঁজে এজাতীয় কোন তথ্য পাওয়া যায় না।
পোস্টের মাধ্যমে করা দাবির সত্যতা যাচাই করতে ফ্যাক্ট ক্রিসেন্ডো দীপ্সিতা ধরের সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানান, “বিবিসি দ্বারা আয়োজিত সভায় উপস্থিত থাকার আমন্ত্রন পত্র পেয়েছি ঠিকই কিন্তু তার জন্য আমাকে লন্ডন যেতে হয়নি। কলকাতার স্টুডিওতে এই প্রোগ্রামের আয়োজন করা হয় এবং সেখানেই আমি উপস্থিত ছিলাম। গত শুক্রবার (১২ নভেম্বর) বিবিসি সংবাদ মাধ্যম এই অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচারিত করে।”
তিনি আরও জানিয়েছেন, “লন্ডনে গিয়ে ভাষণ দেয়ার জন্য বিবিসি-র তরফ থেকে আপাতত কোনও আমন্ত্রন পাইনি।”
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। কলকাতায় আয়োজিত বিবিসির এক সভায় উপস্থিতির আমন্ত্রনের খবরকে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।

Title:BBC-এর আহ্বানে লন্ডনে ভাষণ দিতে যাচ্ছেন দীপ্সিতা ধর, খবরটি ভুয়ো
Fact Check By: Nasim AResult: Missing Context