সম্প্রতি কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যুক্ত হয়েছেন যা একপক্ষে বিজেপি কর্মীরা স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও অপরপক্ষে চলছে কটাক্ষের সুরে তীব্র সমালোচন। বিরোধী দল সহ সাধারন মানুষের মনে উঠছে প্রশ্ন বিচারপতির আসনে থাকাকালীন তার দেওয়া রায়গুলোর নিরপেক্ষতা নিয়ে। রাজনীতির যাত্রার শুরুর কয়েক দিনের মধ্যেই তার কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়াই বেশ ভাইরালও হয়েছে। মুখ্যমন্ত্রীর এক মন্তব্যের পাল্টা জবাবে তিনি নিজেকে চন্দ্রবোড়া সাপের সাথে তুলনা করেছেন। এর আগে একুশের বিধানসভা নির্বাচনের প্রচার সভা থেকে ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী নিজেকে গোখরো সাপ বলে অভিহিত করেছিলেন। দুই বিজেপি নেতার এরকম মন্তব্যকে কেন্দ্র করে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, রাজ্যে পাওয়া চার ধরনের বিষধর সাপের সম্পর্কে বলতে গিয়ে মিঠুন চক্রবর্তীকে গোখরো এবং অভিজিৎ গাঙ্গুলিকে চন্দ্রবোড়া সাপ বলে উপস্থাপন সম্প্রচার করেছে টিভি৯ বাংলা।

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি ভিডিওটি বিভ্রান্তিকর। ২০২১ সালের সংবাদ উপস্থাপনের ভিডিওকে সম্পাদিত করে ভাইরাল এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওর সত্যতা যাচাই করতে আমরা টিভি৯ বাংলার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে ভাইরাল এই ভিডিওটি খুঁজে দেখার চেষ্টা করি। প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে পেয়েও যায়। সংবাদ উপস্থাপনটি টিভি৯ বাংলার ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে যথাক্রমে ১৬ জুলাই ও ১৭ জুলাই,২০২১, তারিখে পোস্ট করা হয়েছে। এই উপস্থাপনে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গে পাওয়া যায় এরকম চার ধরনের বিষাক্ত সাপ। বর্ণনা করা হয়েছে এই সাপ গুলো সম্পর্কিত বিস্তারিত তথ্য। উপস্থাপনে যখন গোখরো বা চন্দ্রবোড়া সাপের কথা বলছেন সেখানে কোন ধরনের কার্টুন ভেসে উঠছেনা যা থেকে স্পষ্ট হয় যে এই আসল এই উপস্থাপনকে ডিজিটালি কারুকার্যের মাধ্যমে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিওটি তৈরি করা হয়েছে।

নীচে ভাইরাল ফেসবুক পোস্টের ভিডিও ও আসল উপস্থাপনের ভিডিওর তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে অভিজিৎ গাঙ্গুলিকে চন্দ্রবোড়া ও মিঠুন চক্রবর্তীকে গোখরো বলে চিহ্নিত করা টিভি৯ বাংলার ভিডিও উপস্থাপনটি সম্পাদিত।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ফেসবুক পোস্টের ভিডিওটি বিভ্রান্তিকর। অভিজিৎ গাঙ্গুলিকে চন্দ্রবোড়া ও মিঠুন চক্রবর্তীকে গোখরো বলে চিহ্নিত করা টিভি৯ বাংলার ভিডিও উপস্থাপনটি সম্পাদিত।

Avatar

Title:অভিজিৎ গাঙ্গুলিকে চন্দ্রবোড়া ও মিঠুন চক্রবর্তীকে গোখরো বলে চিহ্নিত করা টিভি৯ বাংলার ভিডিও উপস্থাপনটি সম্পাদিত

Fact Check By: Nasim Akhtar

Result: Altered