২৬ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে শুরু হচ্ছে আইপিএল, ভুয়ো দাবি করে পোস্ট শেয়ার

False Social
110035921_1156624398048396_1681437688479776705_o.jpg

সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্যের সাথে পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে এবছরের আইপিএল টুর্নামেন্ট ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। এই পোস্টের ক্যাপশনে লেখা আছে, “এই বছরের আইপিএল হবে সেপ্টেম্বর ২৬ থেকে নভেম্বর ৭ তারিখ পর্যন্ত ৪৪ দিনে ৬০টি ম্যাচ ডুবাই এ অনুষ্ঠিত হবে।“

ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখতে পেয়েছে এই তথ্যটি ভুল।

download (3).png
ফেসবুক আর্কাইভ 

তথ্য যাচাইঃ আমরা গুগলে কিওয়ার্ড সার্চ করে ইংরেজি সংবাদমাধ্যম টাইমস অফ ঈন্ডিয়ার একটি আর্টিকেল (আর্কাইভ) দেখতে পাই। এই প্রতিবেদনটি অনুযায়ী, “আইপিএল বোর্ডের চেয়ারম্যান ব্রিজেশ পাটেল জানিয়ছেন, আইপিএল ২০২০ টুর্নামেন্ট আরব আমিরাতে (ইউএই) খেলা হবে বলে ঠিক করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সরকারকে অনুমোদনের জন্য আবেদন করেছে।  যদিও আরবের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কোনও অনুমোদনের চিঠি আসেনি।“ তিনি আরও বলেছেন, “সমম্ভত ২৪ জুলাই সরকারিভাবে একটি মিটিং করা হবে। সেখানেই সময়সূচী এবং সমস্ত কিছু আলোচনা করে তার পরেই এই বিষয়ে সমস্ত তথ্য জানানো হবে।“ 

download (4).png

আরও কিওয়ার্ড সার্চ করে আমরা বিভিন্ন সংবাদমাধ্যমে এই একই প্রতিবেদন দেখতে পাই। এই পোস্টে দেওয়া তারিখ দিয়ে কিওয়ার্ড সার্চ করে অন্য একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন (আর্কাইভ) থেকে জানতে পারি, “বিসিসিআই আইপিএলের একটি সম্ভাব্য সময় তালিকা বানিয়েছে। ক্রিকেট বোর্ড চাইছে সেপ্টেম্বর ২৬ থেকে নভেম্বর ৭ এর মধ্যে এই টুর্নামেন্ট শেষ করতে। অন্যদিকে, টিভি চ্যনেলগুলি চাইছে আইপিএলের সময়সূচী সেপ্টেমর ২৬ থেকে সেপ্টেম্বর ১৪ এর মধ্যে ঠিক করা হোক। এই বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।“ 

download (5).png

আমরা বিসিসিআই ও আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিয়ে খুঁজে দেখেছি, এই টুর্নামেন্ট এবং তার সময়সূচী নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

ফলাফলঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। আইপিএল টুর্নামেন্ট ও তার সময়সূচী নিয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।

Avatar

Title:২৬ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে শুরু হচ্ছে আইপিএল, ভুয়ো দাবি করে পোস্ট শেয়ার

Fact Check By: Rahul A 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *