মদ্যপানে মগ্ন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভাইরাল ছবিটি সম্পাদিত 

Altered Political

পশ্চিমবঙ্গে লোকসভা কেন্দ্র গুলোতে শাসক দলের প্রার্থী তালিকার প্রকাশের পর বিরোধী দলগুলো নিজের মত নিজদের প্রার্থী তালিকা প্রকাশ করে চলেছে। ৪২টি আসনের মধ্যে ৩৯টি আসনের প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে বিজেপি। জল্পনা ছিল ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী নিয়ে, ছিল দিলীপ ঘোষের প্রার্থী হওয়া নিয়ে এবং ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির টিকিট পাওয়া নিয়ে যার উত্তর পাওয়া গেছে পঞ্চম প্রকাশিত তালিকায়। চমক দিয়েছে বসিরহাটে প্রার্থী। বসিরহাটে প্রার্থী হিসেবে নাম প্রকাশ করেছে সন্দেশখালি কাণ্ডের মুখ্য প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। রেখা পাত্রের নাম ঘোষণার পর থেকে তার একটি ছবি বিশাল শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে যেখানে তাকে অন্য দুইজন মহিলার সাথে মদের আসরে বসে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”দেখুন ইনি হলো বসিরহাট লোকসভা নির্বাচনের বিজেপি পার্থী।“

আসলেই কি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র মদের আসরে বসে মদ খাচ্ছেন। এই ছবির সত্যতা যাচাইকে ঘিরেই আজকের এই প্রতিবেদন।  

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি ছবিটি সম্পাদিত।  

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

ছবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগল লেন্সের সাহায্যে খুঁজে দেখার চেষ্টা করি। ফলে, ‘Andhra girls’ নামের এক ফেসবুক পেজে একই রকমের একটি ছবি পাওয়া যায়। ছবিটি ২০১৫ সালের ২৮ আগস্ট তারিখে পোস্ট করা হয়েছে। ছবিটিতে লক্ষ্যনিয় যে মাঝের মেয়েটি বিজেপি প্রার্থী রেখা পাত্র নয়। যা থেকে ধারনা হয় যে মাঝের মেয়েটির ছবির জায়গায় রেখা পাত্রের ছবি যুক্ত করা হয়েছে। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তাছাড়াও, অন্য এক ফেসবুক পেজ থেকে ছবিটি ২০১৬ সালের ১২ আগস্ট তারিখে পোস্ট করা হয়েছে। এখানেও ছবির মাঝের মহিলা রেখা পাত্র নয়, বরং রয়েছে অন্য একজন। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

নীচে ভাইরাল ফেসবুক পোস্টের ছবি ও আসল ছবির তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ফেসবুক পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। মদ্যপানে মগ্ন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভাইরাল ছবিটি সম্পাদিত। 

Avatar

Title:মদ্যপানে মগ্ন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভাইরাল ছবিটি সম্পাদিত

Fact Check By: Nasim Akhtar 

Result: Altered


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *