অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়াই যেন এক প্রকারের বন্যা নেমে এসেছে। শেয়ার করা হচ্ছে অনেক প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক ছবি, ভিডিও ও মনগড়া লেখা পোস্ট। ২২ জানুয়ারি তারিখে রাম মন্দিরের প্রান প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রনবির কাপুর, ভিকি কউসাল থেকে শুরু করে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ সহ অনেক বলিউড তারকা। উপস্থিত ছিলেন দেশের সবচেয়ে ধনী শিল্পপতী গন, সাধু সন্তগন। সম্প্রতি একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, পৃথিবীর উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফায় প্রজ্বলিত করা হয়েছে শ্রী রাম-এর ছবি।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” জয় শ্রী রাম🙏🙏 🇦🇪দুবাই ব্রুজ খলিফা 🇦🇪।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। ভাইরাল ছবিটি সম্পাদিত। বুর্জ খলিফায় হিন্দু দেবতা শ্রী রাম-এর প্রতিকৃতি প্রজ্বলিত করার দাবিটি ঠিক নয়।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

ভাইরাল দাবি ও ছবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে বুর্জ খলিফার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো (ফেসবুক, ইন্সতাগ্রাম) ঘেঁটে দেখি। ফলে, কোথাও ভাইরাল এই ছবি সম্বলিত কোন পোস্ট পাওয়া যায়না। যা থেকে ধারনা হয় যে ছবিটি বিভ্রান্তিকর।

ভাইরাল এই ছবি সংক্রান্ত বিশদে জানতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, প্রায় একই রকমের বেশ কিছু ছবি স্টক ইমেজ সংস্থা সাটারস্টক, এডব স্টক সহ আই স্টক-এর ছবি গ্যালারীতে পাওয়া যায়।

অন্য এক পিন্তারেস্ট পোস্টে ও একটি ভ্লগ পোস্টে হুবহু এই ছবির উল্লেখ পাওয়া যায়। ছবিতে লক্ষ্যনিয় ব্যাপার হল, বুর্জ খলিফা অট্টালিকার এই ছবিতে কোন ছবি প্রজ্বলিত হচ্ছে না। যা নিশ্চিত করে যে বুর্জ খলিফার বিল্ডিং-এ শ্রী রামের ছবিটি সম্পাদিত করে জুড়ে দেওয়া হয়েছে। নীচে ভাইরাল ছবি ও আসল ছবির তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। বুর্জ খলিফায় শ্রী রামের ছবির প্রতিকৃতি প্রজ্বলিত হওয়ার ভাইরাল ছবিটি সম্পাদিত।

Avatar

Title:বুর্জ খলিফায় শ্রী রামের ছবি প্রজ্বলিত হওয়ার ভাইরাল ছবিটি সম্পাদিত

Written By: Nasim Akhtar

Result: Altered