
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি হচ্ছে যে, রাজস্থান ট্রাক চালকের মেয়ে ৯৯.৫৪% নম্বর পেয়ে এই বছর মাধ্যমিক পরিক্ষায় উত্তীর্ণ হলো। ছবিতে এক মেয়েকে কাঁদতে দেখা যাচ্ছে এবং ক্রন্দনরত মেয়েটির চোখের জল মুছে দেওয়ার ভঙ্গিতে দাড়িয়ে রয়েছে এক মহিলা। ছবির সাথে লেখা রয়েছে, “চোখে খুশির জল, মাধ্যমিকে 99.54% পেলো রাজস্থানের ট্রাক চালকের মেয়ে ৷ কেউ কি ওকে অভিনন্দন জানাবে না ?।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। মেয়েটি রাজস্থানের ট্রাক চালকের মেয়ে নয় বরং পাঞ্জাবের এক ট্রাক চালকের মেয়ে। তার নাম নেহা বর্মা। সে ২০১৯ সালে মাধ্যমিক পরিক্ষা দিয়েছিল এবং সেই বছর ৯৯.৫৪% নম্বর পেয়ে পাঞ্জাব রাজ্যের মধ্যে প্রথম স্থানাধিকারিনি হয়েছিল।

তথ্য যাচাইঃ
পোস্টের দাবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল ছবি কেন্দ্রিক বেশ কয়েকটি প্রতিবেদন পেয়ে যায়। সংবাদমাধ্যম ’ptcpunjabi’-এর ২০১৯ সালের ১০ মে তারিখের প্রতিবেদন অনুযায়ী, “ট্রাক চালকের মেয়ে নেহা দশম শ্রেণিতে ৯৯.৫% নম্বর পেয়ে পাঞ্জাবের টপার।“ মেয়েটির নাম নেহা বর্মা। তার বাবার নাম পবন কুমার। সে লুধিয়ানার তেজা সিং সুতান্তর স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার বাবার মাসিক আয় ছিল ১৩ হাজার টাকা। সেই বছর ৮ মে তারিখে পাঞ্জাব স্কুল এডুকেশন বোর্ড (PSEB) মাধ্যমিকের ( দশম শ্রেনির চূড়ান্ত পরীক্ষা) ফলাফল প্রকাশিত করেছিল।

অন্য এক প্রতিবেদন থেকেও একই কথা জানা যায়। প্রতিবেদনটি দেখুন এখানে
পাঞ্জাব রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করার পর নেহা বর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছিল সে ভবিষ্যতে একজন আই পি এস অফিসার হতে চাই।
তার সংবাদ সাক্ষাৎকারের ভিডিও গুলো নীচে দেখুনঃ
এই বছর পশ্চিমবঙ্গ স্কুল বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় র্যাঙ্ক অধিকারীদের তালিকা দেখুন এখানে
তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, পোস্টের ছবিতে দেখতে পাওয়া মেয়েটি রাজস্থান ট্রাক ভালকের কন্যা নয় বরং পাঞ্জাবের এক ট্রাক চালকের কন্যা। সে সম্প্রতি মাধ্যমিক পরীক্ষা দেইনি বরং ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং ৯৯.৫৪% নম্বর পেয়ে রাজের মধ্যে প্রথম স্থানাধিকারিনি হয়েছিল।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। মেয়েটি রাজস্থানের ট্রাক চালকের মেয়ে নয় বরং পাঞ্জাবের এক ট্রাক চালকের মেয়ে। তার নাম নেহা বর্মা। সে ২০১৯ সালে মাধ্যমিক পরিক্ষা দিয়েছিল এবং সেই বছর ৯৯.৫৪% নম্বর পেয়ে পাঞ্জাব রাজ্যের মধ্যে প্রথম স্থানাধিকারিনি হয়েছিল

Title:মেয়েটি রাজস্থানের ট্রাক চালকের মেয়ে ? মেয়েটি কি এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ? ভাইরাল ছবির সত্যতা যাচাই পড়ুন
Written By: Nasim AkhtarResult: MISSING CONTEXT