সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে পশ্চিমবঙ্গ সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহঃ সেলিম-এর ছবি যুক্ত একটি গ্রাফিক পোস্ট খুব ভাইরাল হচ্ছে। গ্রাফিকটি CPIM West Bengal-এর পেজ থেকে প্রকাশিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তাতে লেখা হয়েছে,”যে কংগ্রেস বামফ্রন্টকে 2011 সালে হাটানোর জন্য অশুভ শক্তির হাত ধরেছিল, সেই কংগ্রেসকে বন্ধু ভাবার থেকে একলা চলা অনেক ভালো। কমিউনিস্টদের উপরে সারা জীবন বঞ্চনাই করেছে এই কংগ্রেস, তা ইতিহাস সাক্ষী, তাই আর কংগ্রেস নয়।“ এই মন্তব্যটি মহঃ সেলিম করেছেন বলে শেয়ার করা হচ্ছে।

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। ভাইরাল গ্রাফিকের লেখাগুলো সম্পাদিত। কংগ্রেসের সাথে আর জোট নয়- এরকম কোন মন্তব্য করেনি পশ্চিমবঙ্গ সিপিআই(এম) রাজ্য সম্পাদক। মহঃ সেলিম বলেছেন,“তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মানুষের রায়কে উলটে দিতে চেয়ে বিধায়ক কিনছেন। মানুষের ক্ষোভ আরও বাড়বে।”

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

পোস্টের মন্তব্যটি মহঃ সেলিম করেছেন কি না তার যাচাই প্রক্রিয়া আমরা গুগল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিওয়ার্ড সার্চের মাধ্যমে শুরু করি। ফলাফলে, কোন সংবাদমাধ্যমে বা কোন সিপিআই(এম) নেতার পোস্টে এই মন্তব্য ঘিরে এই এধরনের কোন গ্রাফিক পোস্টের উল্লেখ আমরা পাইনা। ধারণা হয় যে, মন্তব্যটি বানোয়াট হতে পারে।

তারপর আমরা পশ্চিমবঙ্গ সিপিআই(এম)-এর অফিশিয়াল ফেসবুক, ইন্সতাগ্রাম সহ টুইটার প্রোফাইলে মহঃ সেলিমের ছবিযুক্ত এরকম গ্রাফিক শেয়ার করা হয়েছে কি না খুঁজে দেখি। ফলে, পাওয়া যায়। একই রকমেরই এই গ্রাফিকে লেখা রয়েছে, “তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মানুষের রায়কে উলটে দিতে চেয়ে বিধায়ক কিনছেন। মানুষের ক্ষোভ আরও বাড়বে।“

ফেসবুক গ্যালারিতেও পাওয়া যায়। দেখুনঃ

ভাইরাল পোস্টের গ্রাফিককে ভুয়ো জানিয়ে একটি টুইট পোস্ট করা হয়েছে পশ্চিমবঙ্গ সিপিআই(এম)-এর অফিশিয়াল টুইটার প্রোফাইল থেকে। নীচে দেখুনঃ

স্বয়ং মহঃ সেলিম গ্রাফিক ভাইরাল পোস্টের মন্তব্যটিকে ভুয়ো জানিয়েছেন। তার আসল মন্তব্যটি হল,” তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মানুষের রায়কে উলটে দিতে চেয়ে বিধায়ক কিনছেন। মানুষের ক্ষোভ আরও বাড়বে।“

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভাইরাল গ্রাফিকের লেখাগুলো সম্পাদিত। কংগ্রেসের সাথে আর জোট নয়- এরকম কোন মন্তব্য করেনি পশ্চিমবঙ্গ সিপিআই(এম) রাজ্য সম্পাদক। মহঃ সেলিম বলেছেন,“তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মানুষের রায়কে উলটে দিতে চেয়ে বিধায়ক কিনছেন। মানুষের ক্ষোভ আরও বাড়বে।”

Avatar

Title:’কংগ্রেসের সাথে আর জোট নয়’- এরকম কোন মন্তব্য করেনি মহঃ সেলিম

Written By: Nasim Akhtar

Result: False