রাষ্ট্রপতির ভাইপোর স্ত্রীকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল 

False Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রান্নাঘরে বসে রয়েছেন। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে সাধারণ টিনের চালযুক্ত ঘরের একটি রান্নাঘরের মধ্যে বসে রয়েছেন একজন মহিলা। তার সামনে একটি গ্যাসের ওভেন এবং সিলিন্ডার রাখা রয়েছে।   

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু মহাশয়ার উড়িষ্যায় তাঁর নিজের বাড়ির ভেতরের রান্নাঘর 🙏।” 

তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। রাষ্ট্রপতির ভাইপোর স্ত্রীর ছবিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

উল্লেখ্য, স্বাধীন ভারতের ১৫তম অর্থাৎ বর্তমান রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন দ্রৌপদী মুর্মু। সাঁওতালি জাতির প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। তিনি জন্ম গ্রহন করেছিলেন ওড়িশার রাইরংপুর এলাকায়। 

তথ্য যাচাই 

এই দাবির সত্যতা যাচায় করতে আমরা ছবিটিকে ভালভাবে পর্যবেক্ষণ করি। রাষ্ট্রপতির পুরনো ছবি সহ অন্যান্য ছবির সাথে মিল না পাওয়াই সন্দেহ দৃঢ় হয়ে যায়। 

এই ছবির আসল উৎস বের করতে আমরা ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে সাংবাদিক সিলা ভট্টের টুইটার প্রোফাইলে এই ছবির অনুসন্ধান পাই। চলতি মাসের ২১ তারিখের একটি টুইটে এই এই ছবিটিকে দেখতে পাই। এই টুইটের মাধ্যমে তিনি জানিয়েছেন ছবিটি রাষ্ট্রপতির গ্রামের বাড়ির রান্না ঘরের। রান্নাঘরে বসে থাকা মহিলার পরিচিতি তিনি দেননি। 

এই সুত্রধরে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে সংবাদমাধ্যম ‘আজতাক’-এর একটি ভিডিও উপস্থাপন খুঁজে পাই। এই ভিডিও উপস্থাপনায় যেই মহিলে দেখা যাচ্ছে তার সাথে ভাইরাল ছবির মহিলার হুবহু মিল পাওয়া যায়। জানতে পারি, এই মহিলা হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাইপোর স্ত্রী দুলেরা। 

সাক্ষী টিভির একটি ভিডিওতেও ভাইরাল ছবির মহিলাকে দ্রৌপদী মুর্মুর ভাইপোর স্ত্রী বলেই পরিচয় দেওয়া হয়েছে। 

নীচে ভাইরাল ছবির মহিলা ও ইউটিউব ভিডিওর মহিলার ছবি একটি তুলনামূলক ফ্রেম নিচে দেওয়া হল।  

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। রাষ্ট্রপতির ভাইপোর স্ত্রীর ছবিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:রাষ্ট্রপতির ভাইপোর স্ত্রীকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

Fact Check By: Nasim A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *