মঞ্জুলিকা রূপে মেট্রো যাত্রীদের ভয় দেখানোর ভাইরাল ভিডিওটি একটি বিজ্ঞাপন শ্যুটের

Missing Context Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, মঞ্জুলিকার মত অঙ্গ-সজ্জা করে মেট্রো যাত্রীদের ভয় দেখাচ্ছে এক মহিলা। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা মঞ্জুলিকার মত সাজ সজ্জায় মেট্রোয় বিচরন করছে এবং তাকে দেখা মেট্রো যাত্রীদের একাংশ আতঙ্কিত হয়ে উঠছে।  

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “দিল্লি মেট্রোয় এক যুবতী সেজেছিলেন মঞ্জুলিকার মতো… সিনেমার মতো মেট্রোর মধ্যে বিভিন্ন অঙ্গিভঙ্গি করলেন মঞ্জুলিকা, তাঁর আচরণে ভয় পেয়েছে মেট্রো যাত্রীদের একাংশ। কেউ কেউ সিট ছেড়ে পালাচ্ছেন তো কেউ আবার দেখে পালাচ্ছেন। এমনই ঘটনার ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দিল্লি মেট্রোয় এক যুবতী সেজেছিলেন মঞ্জুলিকার মতো। মেট্রোর মধ্যে ‘আমি যে তোমার’ গানে নেচেওছেন…” 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। মঞ্জুলিকার রুপে মেট্রো যাত্রীদের ভয় দেখানোর ভাইরাল এই ভিডিওটি একটি বিজ্ঞাপন শ্যুটের। 

ফেসবুক পোস্ট 

উল্লেখ্য, ২০০৭ সালে ভুল ভুলাইয়া নামের একটি হরোর কমেডি চলচিত্র মুক্তি পেয়েছিল। এই চলচিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালান সহ বেশ কয়েকজন পরিচিতি শিল্পী। এই চলচিত্রে বিদ্যা বালান মঞ্জুলিকা নামের এক ভুতুড়ে চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্র থেকেই অনুপ্রাণিত হয়ে ভাইরাল এই ভিডিওতে অভিনয় করা হয়েছে। 

তথ্য যাচাই  

গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করতেই মুখ্যধারার বিভিন্ন প্রতিবেদনে ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক প্রতিবেদন পেয়ে যায়। প্রতিবেদন অনুযায়ী, মঞ্জুলিকা রুপে যাত্রীদের ভয় দেখানোর ভাইরাল এই ভিডিও ২২ ডিসেম্বর, ২০২২, তারিখে নয়ডা মেট্রোর অন্তর্গত অ্যাকোয়া লাইনের মেট্রোতে শুট করা হয়েছে। নয়ডা মেট্রোর ব্যবস্থাপনা পরিচালক ঋতু মহেশ্বরী বলেছেন, “এটি একটি শুটিংয়ের অংশ। এনএমআরসি (Noida Metro Rail Corporation) অনুমতির পরে ২২ ডিসেম্বর, ২০২২ তারিখে অ্যাকোয়া লাইন মেট্রোতে বিজ্ঞাপনের জন্য শুটিং হয়েছিল।  বিজ্ঞাপন চলচ্চিত্রটি ’বোট’ এয়ার ড্রপের জন্য মেসার্স ক্রিয়েটিভ প্রোডাকশন দ্বারা শ্যুট করা হয়েছিল।“ 

লাইভ হিন্দুস্তান প্রতিবেদন আর্কাইভ 

ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদন, ইন্ডিয়া টাইমস প্রতিবেদন, এনডিটিভি প্রতিবেদন 

নয়ডা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা রিতু মহেশ্বরী এক টুইট বার্তায় একই কথা জানিয়েছেন। 

ফ্যাক্ট ক্রিসেণ্ডো নয়ডা মেট্রো রেল কর্পোরেশনের মুখ্য কার্যালয়ে যোগাযোগ করলে কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, “এটি একটি বিজ্ঞাপন শুটিঙের। এর জন্য কর্তৃপক্ষ থেকে অনুমতি নেওয়া হয়েছিল।”  

বিজ্ঞাপনের জন্য নির্মিত ভাইরাল এই ভিডিওটি নীচে দেখুনঃ 

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় ভিডিওটি লোকেদের ভয় দেখানো বা হয়রানি করার জন্য নয় বরং একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য ছিল। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। মঞ্জুলিকার রুপে মেট্রো যাত্রীদের ভয় দেখানোর ভাইরাল এই ভিডিওটি একটি বিজ্ঞাপন শ্যুটের।     

Avatar

Title:মঞ্জুলিকা রূপে মেট্রো যাত্রীদের ভয় দেখানোর ভাইরাল ভিডিওটি একটি বিজ্ঞাপন শ্যুটের

Fact Check By: Nasim Akhtar  

Result:Missing Context


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *