ট্রাভেল ব্লগার শ্রামোনা পোদ্দারের রিক্সা টানার ছবি বাবাকে রিক্সা করে শহর ঘুরাচ্ছেন আইএএস অফিসার মেয়ে দাবিতে শেয়ার  

False Social

সম্প্রতি আমাদের এক পাঠক একটি ছবি আমাদের হোয়াটসঅ্যাপ ফ্যাক্ট লাইন নাম্বারে (৯০৪৯০৪৬৮০৯) তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছেন। ছবিতে একটি হাতে টানা রিক্সা যাতে বসে রয়েছে একজন বয়স্ক লোক এবং সেই রিক্সা টানার ভঙ্গিতে দেখা যাচ্ছে এক যুবতিকে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে মেয়েটি ২০১৮ সালের আইএএস পরীক্ষায় প্রথমস্থান অধিকারিনি এবং রিক্সাতে বসে থাকা লোকটি তার বাবা। পরীক্ষায় সফল হয়ে সে তার রিক্সাচালক বাবাকে কলকাতা শহর প্রদক্ষিণ করাচ্ছে। ছবিটির সাথে লেখা রয়েছে,” যে মেয়েটি রিক্সা টানছে সে ২০১৮ সালের ইন্ডিয়ান আডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) পরীক্ষায় প্রথম হয়েছে। যাত্রী তার বাবা। যার অক্লান্ত পরিশ্রমে তার স্বপ্ন পূরণ সম্ভব হয়েছে, তাকে রিক্সায়(কলকাতার) চড়িয়ে সে শহর প্রদক্ষিণ করে। মেধাবী মেয়েটির বাবার ত্যাগের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও সন্মান জানানোর এক অভিনব প্রয়াস…সারা ভারতবাসী সহ সারা বিশ্বকে জানান দেয়া হলো।পিতার প্রতিটি ঘামের ফোটায় শ্রদ্ধা ও ভালবাসায় কণ্যার অফুরন্ত ত্যাগ ও প্রতিদান। অবাক পৃথিবী চেয়ে চেয়ে দেখো।পিতা-কন্যার এই ভালবাসার বিনিময়ে আমরা বাকরুদ্ধ।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ’ওয়াইল্ডক্রাফ্ট’ নামের এক ব্র্যান্ডের প্রচারাভিযানের সময় তোলা ট্রাভেল ব্লগার শ্রামোনা পোদ্দারের ছবিকে মনগড়া আবেগি দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ২০১৮ সালের ইউপিএসসি পরীক্ষায় টপারের নাম ও ছবি খুঁজে দেখার চেষ্টা করি। ফলে, জানতে পারি ২০১৮ সালের ইউপিএসসি পরীক্ষায় প্রথম স্থান দখল করেছিল কনিষ্ক কাটারিয়া। কনিষ্ক কাটারিয়া একজন ছেলে যেখানে গ্রাফিক্সে দাবি করা প্রার্থীটি মেয়ে। এখান থেকে ছবিটিকে ঘিরে সন্দেহ তৈরি হয়। 

তাহলে ছবিটির আসল উৎস ? 

এই প্রশ্নের উত্তর খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, Wildcraft নামের ইন্সতা প্রোফাইলে ছবিটির উল্লেখ পাওয়া যায়। ২০১৮ সালের ২৪ এপ্রিল তারিখে শেয়ার করা এই পোস্টের ক্যাপশন থেকে স্পষ্ট হয় যে, ছবিটি ‘ওয়াইল্ডক্রাফ্ট’ ব্যাগের বিজ্ঞাপনের শুটিংয়ের সময় তোলা হয়েছে। ক্যাপশনেই ছবির মেয়েটির ইন্সতা প্রোফাইল লিঙ্ক অনুসরণ করে জানতে পারি তার নাম শ্রামোনা পোদ্দার, একজন ট্রাভেল ব্লগার।  

শ্রামোনা পোদ্দার নামের মেয়েটির ইন্সতা হ্যান্ডেলের নাম হল- mishti.and.meat। ছবিটি শেয়ার করে ক্যাপশনের মাধ্যমে তিনি ভাইরাল এই ছবির পেছনের গল্প এবং তার অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন কলকাতায় একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালীন তিনি কলকাতার শোভা বাজারের রাস্তায় একজন বয়স্ক রিকশাচালক কাকুকে তাতে বসতে বলেছিলেন এবং তিনি সেই রিক্সা হাতে টেনে অনুভুত করেছিলেন রিক্সাচালকরা কেমন অনুভব করেন। এই ছবি তুলেছিলেন ভাস্কর ভাস। আরও লক্ষ্যনিয় বিষয় হল যে শ্রামোনা পোদ্দার তার ক্যাপশনে সেই বয়স্ক লোককে ’রিকশাচালক কাকু’ বলে সম্বোধন করেছেন। অর্থাৎ, বয়স্ক লোকটি মেয়েটির বাবা নয়। 

তথ্য ও প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয় যে ছবিতে দেখতে পাওয়া মেয়েটি কোন আইএএস অফিসার নয় বরং একজন ট্রাভেল ব্লগার, মনগড়া আবেগি ক্যাপশনের সাথে ছবিটিকে শেয়ার করা হচ্ছে।   

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ’ওয়াইল্ডক্রাফ্ট’ নামের এক ব্র্যান্ডের প্রচারাভিযানের সময় তোলা ট্রাভেল ব্লগার শ্রামোনা পোদ্দারের ছবিকে মনগড়া আবেগি তথ্যের সাথে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:ট্রাভেল ব্লগার শ্রামোনা পোদ্দারের রিক্সা টানার ছবি বাবাকে রিক্সা করে শহর ঘুরাচ্ছেন আইএএস অফিসার মেয়ে দাবিতে শেয়ার

Written By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *