
চলতি মাসের ৫ তারিখ মুক্তি পেয়েছে ’দি কেরালা স্টোরি’ নামের একটি হিন্দি চলচিত্র। চলচিত্রটি সত্য ঘটনার উপর ভিত্তিতে নির্মিত হয়েছে বলে দাবি করেছেন চলচিত্র নির্মাতারা। চলচিত্রে দেখানো হয়েছে কিভাবে কেরালার ৩২ হাজার হিন্দু মহিলাকে ধর্ম পরিবর্তন করে মুসলমান করে জঙ্গি দলের সদস্য বানানো হয়েছে। এই মুভি মুক্তির পর থেকেই সারা দেশ জুড়ে তৈরি অপ্রীতিকর পরিবেশ। পশ্চিমবঙ্গে এই চলচিত্র নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বানার্জি। এই আবহে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার হচ্ছে বিভিন্ন অপ্রাসঙ্গিক ছবি, ভিডিও। সেরকমই একটি ছবি শেয়ার করে দাবি করা হয়েছে ছবিটি কেরালার। কেরালার স্থানীয় যুবকরা জঙ্গি সংঘটন আইএসআইএস-লেখা যুক্ত কালো টি-শার্ট পড়ে কামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলছেন। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে- এটি কেরালার একটি ছবি। স্থানীয় মুসলিম যুবকরা ISIS এর টিশার্ট পরে রয়েছে। তবুও লোকে বলতে সাহস পায় যে লাভজিহাদ একটি মিথ। The Kerala Story একটি বাস্তব সিনেমা। ছবিটি আমাদের একজন পাঠক ফ্যাক্ট ক্রিসেন্ডোর ফ্যাক্ট-লাইন নাম্বার ৯০৪৯০৪৬৮০৯-এ পাঠিয়েছেন।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। আইএসআইএস-এর প্রতীক যুক্ত টি-শার্ট পরা যুবকদের ভাইরাল ছবিটি ২০১৪ সালের এবং তামিলনাড়ুর, কেরালার নয়।

তথ্য যাচাইঃ
ছবির আসল উৎস খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ’দি হিন্দু’- সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই ছবির উল্লেখ পেয়ে যায়। ৪ আগস্ট,২০১৪, তারিখের এই প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে, “ISIS টি-শার্ট পরা মুসলিম যুবকরা তোলপাড় সৃষ্টি করেছে।“
প্রতিবেদন অনুযায়ী, ২৬ জন মুসলিম যুবকের একটি দল রামানাথপুরমের উপকূলীয় শহর থন্ডিতে একটি মসজিদের সামনে আইএসআইএস (ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড আল-শামস) এর প্রতীক যুক্ত কালো টি-শার্ট পরে ছবি তোলার জন্য পোজ দিয়েছিল যা তৎকালীন সময়ে ভারতবর্ষ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। রামানাথপুরম তামিলনাড়ুর একটি জেলা।

ডেকান হেরাল্ড-এর ৫ আগস্ট,২০১৪, তারিখের প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুর রামানাথপুরম জেলার দুই যুবককে মঙ্গলবার ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) এর প্রতীক সম্বলিত টি-শার্ট বিতরণ এবং একটি মসজিদের সামনে খেলাধুলার সময় ছবি তোলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছিলেন, “২৪ জন যুবককে ছেড়ে দেওয়া হয়েছিল কারণ তাদের কোনও পোশাকের সাথে কোনও সম্পর্ক নেই বলে প্রমাণিত হয়েছিল। তারা সরল বিশ্বাসে টি-শার্ট গ্রহণ করেছিল। টি শার্ট নেওয়ার জন্য যুবকদের মধ্যে কয়েকজনকে ২০০ টাকাও দেওয়া হয়েছিল।
দি হিন্দু-এর ৬ আগস্ত,২০১৪, তারিখের প্রতিবেদন অনুযায়ী, আইএসআইএস-এর সমর্থনে স্লোগান ছাপানোর অভিযোগে তিরুপুর-ভিত্তিক ইমামকে গ্রেপ্তার করেছিল রামানাথপুরম পুলিশ।

অন্যান্য সংবাদ প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।


তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় যে, ছবিটি সাম্প্রপ্তিক সময়ের নয় এবং কেরালার সাথে সম্পর্কিত নয়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। আইএসআইএস-এর প্রতীক যুক্ত টি-শার্ট পরা যুবকদের ভাইরাল ছবিটি ২০১৪ সালের এবং তামিলনাড়ুর, কেরালার নয়।

Title:আইএসআইএসের টি-শার্ট পরে থাকা যুবকদের ছবিটি ২০১৪ সালের এবং তামিলনাড়ুর কেরালার নয়
Fact Check By: Nasim AkhtarResult: False