
সম্প্রতি সামজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানি মহিলা কুস্তিগিরের খোলা চ্যালেঞ্জ স্বীকার করে কুস্তির রিংয়ে তাকে পরাজিত করলেন ভারতীয় মহিলা কুস্তিগির। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে কুস্তি রিংয়ে দাড়িয়ে একজন মহিলা কুস্তিগিরি সামনের দর্শকগণকে লক্ষ্য করে তার সাথে কুস্তি লড়াইয়ের চালেঞ্জ করছে। ভিড়ের মধ্যের এক মহিলা এই চালেঞ্জ স্বীকার করে এবং প্রতিযোগিতায় চালেঞ্জকারি মহিলাকে পরাজিত করলেন। চালেঞ্জকারি মহিলাকে পাকিস্তানি ও চালেঞ্জ স্বীকারকারি মহিলাকে ভারতীয় বলে দাবি করা হচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে “দুবাইতে ম্যাচ জেতার পর একজন পাকিস্তানি মহিলা বক্সার গর্ব করে চ্যালেঞ্জ করেছিলেন যে সাহস থাকলে ভারত থেকে কেউ তাকে হারাতে এগিয়ে আসুন। তামিলনাড়ুর তুথুকুডি থেকে একজন মহিলা দর্শক বিজয়লক্ষ্মী অবাধে দৃঢ় সংকল্পের সাথে বক্সিং রিংয়ে চলে গিয়েছিলেন এবং চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। তারপর দেখুন 😁“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। পাঞ্জাবের জলন্ধরে অবস্থিত কন্টিনেন্টাল রেসলিং এন্টারটেইনমেন্টে প্রাক্তন এম.এম.এ বিজয়ী কবিতা সিং দ্বারা পেশাদার কুস্তিগির বিবি বুল বুলকে পরাজিত করার পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
ভিডিওটি ভালো ভাবে পর্যবেক্ষণের পর ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে এই ভিডিওর আসল উৎস খুঁজে দেখার চেষ্টা করি। ফলে, সি.ডবলু.ই ইন্ডিয়া নামের চ্যানেলে এই ভিডিও পাওয়া যায়। ২০১৬ সালের ১৩ জুন তারিখে আপলোড করা এই ভিডিওর শীর্ষকে লেখা হয়েছে “কবিতা, বিবি বুল বুলের খোলা চ্যালেঞ্জ গ্রহণ করেছে।“
এই সুত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করতেই মুখ্যধারার বিভিন্ন সংবাদমাধ্যমে এই ভিডিও কেন্দ্রিক প্রতিবেদন পেয়ে যায়। প্রতিবেদন অনুযায়ী, সালোয়ার কামিজ-পরা চ্যালেঞ্জ স্বীকারকারি মহিলার নাম হল কবিতা দেবী তার বাড়ি হরিয়ানায় এবং তিনি পেশাগত দিক থেকে হরিয়ানা প্রাক্তন পুলিশ অফিসার, পাওয়ার-লিফটার এবং এমএমএ চ্যাম্পিয়ন। চালেঞ্জকারি মহিলার নাম হল বুল বুল যিনি পেশাগত কুস্তিগির। বুল বুল কুস্তি রিং থেকে জনগণের ভিড়কে তার সাথে কুস্তি লড়াইয়ের চ্যালেঞ্জ দিলে কবিতা দেবী তা স্বীকার করেন এবং তাকে পরাজিত করেন। এই কুস্তি লড়াই হয়েছিল পাঞ্জাবের জলন্ধরে অবস্থিত কন্টিনেন্টাল রেসলিং এন্টারটেইনমেন্টে।

অন্যান্য প্রতিবেদনগুলো পড়ুন এখানে, এখানে
তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয়, ভাইরাল এই ভিডিওতে দেখতে পাওয়া কুস্তি ম্যাচটি দুবাইতে নয়, ভারতের পাঞ্জাবে সংগঠিত হয়েছিল। কুস্তিগির মহিলাদের দুজনেই ভারতীয়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। পাঞ্জাবের জলন্ধরে অবস্থিত কন্টিনেন্টাল রেসলিং এন্টারটেইনমেন্টে প্রাক্তন এম.এম.এ বিজয়ী কবিতা সিং দ্বারা পেশাদার কুস্তিগির বিবি বুল বুলকে পরাজিত করার পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে

Title:ভারতীয় মহিলা কুস্তিগির কবিতা দেবী ও বিবি বুল বুল এর কুস্তির ভিডিওকে পাকিস্তান অ্যাঙ্গেলের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AResult: False