
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, কুয়েতের ধনকুবের নাসের আল খারাফির মৃত্যুর পর রেখে যাওয়া ধনসম্পদের ছবি। পোস্টের ছবি গুলোতে দেখা যাচ্ছে, সোনার কয়েন সহ সোনার তৈরি বিছানা, বিলাসী রোলস রয়ালস গাড়ি, জাহাজ, ইয়ট। শেষের ছবিতে কবরস্থানের একটি ছবিও শেয়ার করা হয়েছে যেটিকে নাসের আল খারাফির কবর বলে দাবি করা হচ্ছে।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। অপ্রাসঙ্গিক কিছু ছবিকে মৃত নাসের আল খারাফির সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

উল্লেখ্য, নাসের আল খারাফি হলেন কুয়েতের একজন ধনকুবের। ২০১১ সালে তিনি মৃত্যুবরন করেছেন। ফোর্বসের অনুসারে ২০১১ সালে নাসের আল খারাফি সহ তার পরিবারের মোট মুল্ধনের পরিমান ছিল ১০.৪ বিলিয়ন ডলার ।
তথ্য যাচাই
ছবিগুলির আসল উৎস খুঁজতে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি।
পোস্টের তৃতীয় ছবি
স্টক ইমেজ সংস্থা ফ্লিকরে এই ছবি ২০০৯ সালে আপলোড করে ক্যাপশনে লেখা হয়েছে- MSC ফ্যান্টাসিয়াতে স্বরোভস্কি ক্রিস্টাল সিঁড়ি। MSC ফ্যান্টাসিয়া হল ক্রুজ জাহাজ যেটা MSC ক্রুজ কোম্পানি দ্বারা পরিচালিত।
পোস্টের সপ্তম ছবিঃ
এখানে তিনটি আলাদা আলাদা ছবিকে কোলাজ করে পোস্ট করা রয়েছে। আসুন এক এক করে দেখি ছবি গুলির আসল তথ্য-
সোনালি রঙের বিমানের ছবিটি ২০০৭ সাল থেকে ইন্টারনেটে রয়েছে। এটি লন্ডন এবং জার্সির বাইরে একটি ভিআইপি চার্টার পরিষেবার জেট বিমান।

নৌকার মত দেখতে সোনালি রঙের ইয়টটির নাম হল খালিলা যেটা নাসের আল খারাফির মৃত্যুর পর অর্থাৎ ২০১৪ সালে আমেরিকার বাসিন্দা পামর জনসন নির্মাণ করেছেন। স্পষ্ট হয় যে এই ছবি নাসের আল খারাফির সাথে সম্পর্কিত নয়। ইয়টের ব্যাপারে আরও জানতে ক্লিক করুন এখানে

সোনালি রঙের এই রোলস রয়েস গাড়িটি ২০১৫ সালে নির্মাণ করা হয়েছে অর্থাৎ নাসের আল খারিফার মৃত্যুর ৪ বছর পর। ৩০০০ মাইল আন্তর্জাতিক সেলিব্রিটি মোটর সমাবেশের জন্য এই গাড়িটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্ট কাস্টমস দ্বারা তৈরি করা হয়েছিল।

নাসের আল-খারাফির অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি উল্লেখ করা হয়েছে, আসল শেষকৃত্যের ছবি এখানে দেখা যাবে এখানে। গুগল ম্যাপ্সে তার কবরস্থানের ভিউ দেখুনঃ
এই একই দাবি সহ পোস্টের তথ্য যাচাই হিন্দিতে পড়ুন
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। অপ্রাসঙ্গিক কিছু ছবিকে মৃত নাসের আল খারাফির সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:অপ্রাসঙ্গিক কিছু ছবিকে মৃত নাসের আল খারাফির সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AkhtarResult: False