নতুন বছরের ২৪ জানুয়ারি তারিখে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন হবে। রাম মন্দিরের শেষ মুহূর্তের কাজ চলছে দ্রুত গতিতে। সমান্তরালভাবেই চলছে উদ্বোধন পর্বের প্রস্তুতি। এই আবহে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল-এর একটি উক্তি বিশাল ভাইরাল হচ্ছে। পোস্টকার্ডে লেখা হয়েছে,” ইনি হচ্ছেন কংগ্রেসের বিখ্যাত উকিল -কপিল সিব্বল জিনি বলেছিলেন রাম মন্দির নির্মাণের কাজ শুরু হলেই আত্মহত্যা করবেন।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। এরকম কোন মন্তব্য করেনি বলে জানিয়েছেন খোদ কপিল সিব্বল।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

ভাইরাল এই দাবির সত্যতা যাচাই প্রক্রিয়া কপিল সিব্বলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুঁজে দেখার মাধ্যমে শুরু করি। ফলে, তার ফেসবুক সহ টুইটার প্রোফাইলে ভাইরাল দাবিকে ঘিরে কয়েকটি পোস্ট পাওয়া যায়। ২৪ ডিসেম্বর তারিখে করা টুইট পোস্টে তার আত্মহত্যা করার ভাইরাল দাবিকে মিথ্যা বলে স্পষ্ট করেছেন।

একই দাবিতে শেয়ার করা একটি টুইট পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন,”নিম্নলিখিত জাল টুইটার পোস্ট প্রচার করা হচ্ছে। এটি শুধুমাত্র আমাদের রাজনৈতিক বক্তৃতা কোন স্তরে হ্রাস করা হয়েছে তা দেখায়।“

ফেসবুকেও একটি পোস্টের মাধ্যমে তার আত্মহত্যার দাবিটিকে মিথ্যা বলে জানিয়েছেন।

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে রাম মন্দিরকে ঘিরে কপিল সিব্বলের নামে ভাইরাল দাবিটি ঠিক নয়।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। রাম মন্দির নির্মাণ হলে আত্মহত্যা করবেন কপিল সিব্বল দাবিটি মিথ্যা।

Avatar

Title:রাম মন্দির নির্মাণ হলে আত্মহত্যা করবেন কপিল সিব্বল ? জানুন ভাইরাল গ্রাফিকের সত্যতা

Written By: Nasim Akhtar

Result: False