মহাকাশে সবচেয়ে বেশি দিন থাকা বিশ্ব রেকর্ড রয়েছে ক্রিস্টিনা কোচের নামে? জানুন সত্যতা

Missing Context Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে, একটানা ৩২৮ দিন মহাকাশে থেকে দীর্ঘদিন মহাকাশে থাকার রেকর্ড গড়লেন ক্রিস্টিনা কোচ। একজন মহিলা মহাকাশচারির ছবিযুক্ত এই গ্রাফিক্সে লেখা হয়েছে, “টানা ৩২৮ দিন মহাকাশে থেকে ফিরে এলেন নাসার মহাকাশচারি ক্রিস্টিনা কোচ। সাথে গড়লেন দীঘাদন মহাকাশে থাকার রেকর্ড উনিই প্রথম মনুষ্য প্রাণ যিনি মহাকাশে কাটিয়ে এসেছেন ৩২৮ দিন সাথে গড়েছেন দীর্ঘদিন মহাকাশে কাটানোর রেকর্ড অসংখ্য অভিনন্দন রইল ওনার এই সাহসী কৃতিত্বের জন্য।”  

তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। মার্ক ভান্ডে হেই একটানা ৩৫৫ দিন মহাকাশে দীর্ঘদিন মহাকাশে থাকার বিশ্ব রেকর্ড গড়েছে। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাই 

এই দাবির সত্যতা যাচায় করতে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। মার্কিন সংস্থা নাসা ব্লগ পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, ক্রিস্টিনা কোচ একটানা ৩২৮ দিন মহাকাশে কাটিয়ে ২০২০ সালের ৬ ফেব্রুয়ারী তারিখে পৃথিবীতে ফিরে আসেন। ৩২৮ দিনের এই মহাকাশ যাত্রা দীর্ঘদিন মহাকাশে থাকার রেকর্ড হিসেবে নামাঙ্কিত করে নাসার মহাকাশচারী ক্রিস্টিনা কোচ। 

নাসার ইউটিউব চ্যানেলে মহাকশচারি ক্রিস্টিনা কোচের অবতরণের ভিডিও আপলোড করে একই কথা জানানো হয়। 

নাসার ওয়েবসাইটের ৩০ মার্চ ২০২২ তারিখের প্রতিবেদনে একটি গ্রাফের মাধ্যমে স্পষ্ট করে দেখানো হয়েছে ক্রিস্টিনা কোচের পরে স্কট কেলি নামের মহাকাশচারী ৩৪০ দিন মহাকাশে থেকে ক্রিস্টিনা কোচের রেকর্ড ভাঙ্গেন এবং তারপর মার্ক ভাণ্ডে হেই নামের মহাকাশচারী ৩৫৫ দিন মহাকশে থেকে দীর্ঘদিন মহাকাশে থাকার খেতাব অর্জন করেন। মার্ক ভাণ্ডে হেই হল এখন অবধি একটানা দীর্ঘসময় ধরে মহাকাশে থাকা মহাকাশচারী। প্রতিবেদনটি দেখুন এখানে ক্লিক করুন।  

দফায় দফায় মহাকাশে থাকার দিক থেকে সব থেকে বেশি দিন মহাকশে কাটিয়েছে মহাকাশচারী পেগি হুইটসন। ৬৬৫দিন মহাকাশে কাটানোর রেকর্ড রয়েছে তার নামে। 

তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয়, ক্রিস্টিনা কোচের ৩২৮ দিন মহাকশে থেকে দীর্ঘদিন মহাকশে থাকার রেকর্ডটি ২০২০ সালের। ৩৫৫ দিন মহাকাশে থেকে দীর্ঘদিন মহাকাশে থাকার বর্তমান রেকর্ড হোল্ডার হলেন মার্ক ভাণ্ডে হেই। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। মার্ক ভান্ডে হেই একটানা ৩৫৫ দিন মহাকাশে দীর্ঘদিন মহাকাশে থাকার বিশ্ব রেকর্ড গড়েছে।

Avatar

Title:মহাকাশে সবচেয়ে বেশি দিন থাকা বিশ্ব রেকর্ড রয়েছে ক্রিস্টিনা কোচের নামে? জানুন সত্যতা

Fact Check By: Nasim A 

Result: Missing Context


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *