
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ১৯৫৩ সালে তোলা সত্যজিৎ রায়ের ছবি দাবি করা হচ্ছে। পোস্টে দেখা যাচ্ছে কিংবদন্তী চিত্রপরিচালক সত্যজিৎ রায় একটি গাড়িতে হেলান দিয়ে দাড়িয়ে রয়েছে। ছবির ওপরে ইংরেজিতে লেখা রয়েছে “রে বিফোর বন্ড! ১৯৫৩।” পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “সত্যজিৎ রায় দি-বস!”
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। অভিনেতা সঁ কনারি’র ছবিকে সম্পাদিত করে সত্যজিৎ রায় দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে স্টক ইমেজ সংস্থা ‘গেট্টি ইমেজস’-এর অ্যালবামে ছবিটির অনুসন্ধান পাওয়া যায়। জানতে পারি, ছবিটি ১৯৬৪ সালে তোলা এবং ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন ব্রিটিশ অভিনেতা সঁ কনারি। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, “১৯৬৪ সালে ইউনাইটেড আর্টিস্টস নির্মিত ছবি ‘গোল্ডফিঙ্গার’-এর একটি দৃশ্যে অ্যাস্টন মার্টিন ডিবি৫-এর পাশে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সঁ কনারি।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দি গার্ডিয়ান’-এর একটি প্রতিবেদন পাওয়া যায় যেখানে অভিনেতা কনারির জীবনী নিয়ে একটি বিস্তারির বর্ণনা পাওয়া যায়। তিনি কোন কোন ছবিতে অভিনয় করেছেন, কোনও পরিচালকের সাথে করেছেন এবং কী কী চরিত্রে অভিনয় করেছেন ইত্যাদি নিয়ে একটি অ্যালবাম বানানো হয়েছে। এখানেও এই অভিনেতাকে সঁ কনারি বলে দাবি করা হয়েছে।

সমস্ত তথ্য এবং যুক্তি দিয়ে স্পষ্টভাবে বোঝা যায় এই ভাইরাল ছবিতে নিখুঁতভাবে সম্পাদিত করে সঁ কনারির একটি ছবিতে সত্যজিৎ রায়ের মুখ বসানো হয়েছে। নিচে ভাইরাল ছবি এবং আসল ছবির তুলনা দেওয়া হল যাতে দুই ছবি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আরও ভালোভাবে ফুটে ওঠে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। অভিনেতা সঁ কনারি’র ছবিকে সম্পাদিত করে সত্যজিৎ রায় দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:অভিনেতা সঁ কনারি’র সম্পাদিত ছবিকে সত্যজিৎ রায় দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AResult:Altered