
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তি উন্মোচন করা হল। পোস্টের ছবিতে ইন্ডিয়া গেটের ছবি রয়েছে এবং তার মাঝখানে একটি নেতাজির মূর্তি বসানো রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – 🇮🇳 দিল্লিতে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রানাইট মূর্তি উন্মোচন হলো। জয় হিন্দ 🇮🇳🇮🇳🇮🇳 আজ বাঙালি গর্বিত 🧡🤍💚 #NetajiSubhashChandraBose #netaji125 #indiagate #SubhashChandraBose।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আপাতত একটি হলোগ্রাম পর্দায় নেতাজির ছবির উন্মোচন করা হয়েছে।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে কিওয়ার্ড সার্চ দিয়ে শুরু করি। একাধিক মুখ্যধারার সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানতে পারি, ভারত সরকার স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে দিল্লির ইন্ডিয়া গেটে তার একটি গ্রানাইট মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেন। ২৩ জানুয়ারি নরেন্দ্র মোদী নেতাজির জন্মদিনের দিন ইন্ডিয়া গেটে তার একটি হলোগ্রামিক ভাস্কর্যের উন্মোচন করেন। গ্রানাইটের মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত এই হলোগ্রামের প্রদাতেই নেতাজির ছবি প্রদর্শন করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ২৩ জানুয়ারি একটি পোস্ট করে জানান, নেতাজির জন্মদিবস উপলক্ষে সন্ধ্যা ৬ টার সময় তিনি নেতাজির হলোগ্রামিক ভাস্কর্যের উন্মোচন করবেন। টুইটে তিনি একটি প্রেস রিলিজের শেয়ার করেন।
প্রেস রিলিজ অনুযায়ী, নেতাজির গ্রানাইটের মূর্তি তৈরি হওয়া পর্যন্ত ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তির প্রদর্শন করা হবে। এই মূর্তির উচ্চতা ২৮ ফুট এবং প্রস্থ ৬ ফুট। প্রেস রিলিজটি পড়তে এখানে ক্লিক করুন।

নরেন্দ্র মোদী দ্বারা নেতাজির মূর্তি উন্মচনের ভিডিও প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়। নিচে ভিডিওটি দেওয়া হল।
তথ্য ও প্রমাণ সাপেক্ষে স্পষ্ট হয়ে যায় ভাইরাল ছবির দাবিটি বিভ্রান্তিকর। নেতাজির মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিকই কিন্তু এখনও তার উন্মোচন হয়নি। তার জায়গায় একটি হলোগ্রামিক মূর্তি বসানো হয়েছে। গ্রানাইটের মূর্তি তৈরি হয়ে গেলে হলোগ্রাম সরিয়ে মূর্তি স্থাপন করা হবে।
নিচে ভাইরাল ছবি এবং উন্মোচিত হলোগ্রামিক ছবির তুলনা দেওয়া হল।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আপাতত একটি হলোগ্রাম পর্দায় নেতাজির ছবির উন্মোচন করা হয়েছে।

Title:ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তি উন্মোচনের খবরটি বিভ্রান্তিকর
Fact Check By: Rahul AResult: Partly False