
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, হাসপাতালে ভর্তি হিজাব-বিতর্কের মুখ মুসকান, সাক্ষাৎ করলেন অভিনেত্রী কোয়েল। ৪ মিনিটের ভাইরাল এই ভিডিওতে হিজাব-বিতর্কের সাথে যুক্ত বিভিন্ন ছবি, ভিডিও এবং টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিকের কিছু ছবি ও ভিডিও রয়েছে। ভিডিওতে ভয়েস ওভারে বলা হচ্ছে, গুরুতর অসুস্থ হয়ে গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি মুসকান খান। তার সাথে দেখা করতে বাংলা চলচিত্র জগতের অভিনেত্রী কোয়েল।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুসকান খান | যে কারনে ডাক্তাররা খুবই চিন্তিত | দেখতে গেলেন কোয়েল..”! এই প্রতিবেদনটি তুলে ধরেছেন..!©News Squad।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। মুসকানের হাসপাতালে ভর্তি এবং অভিনেত্রী কোয়েল মল্লিকের সাক্ষাৎ, দুটিই ভুয়ো খবর।
কর্ণাটকের একটি স্কুলে ছাত্রীদের হিজাব পড়তে না ঢুকতে দেওয়া শুরু হয় হিজাব-বিতর্ক। এরপর মুসকান নামে স্কুল ছাত্রী ভিডিও সামনে আসার পর এই বিতর্কের পারদ অনেক ওপরে চলে যায়। মামলা হাইকোর্ট পর্যন্ত পৌঁছে যায়। কয়েকদিন আগে এই মামলার শুনানি শুরু হয় যা এখনও চলছে। হাইকোর্ট চূড়ান্ত কোনও রায় দেয়নি। পড়ুন বিস্তারিত।
তথ্য যাচাই
কোয়েল মল্লিকের সাথে যুক্ত ভাইরাল এই দাবির সত্যতা অনুসন্ধান করতে আমরা প্রথমে এই বিষয়ক খবর খোঁজার চেষ্টা করি। মুল্যধারা বা অন্য কোনও সংবাদমাধ্যমে এই জাতীয় কোনও খবর দেখতে পাওয়া যায় না।
এই বিষয়ে স্পষ্টতা পেতে ফ্যাক্ট ক্রিসেন্ডো মুসকান খানের পরিবারের সাথে যোগাযোগ করে। মুসকানের বাবা মোহাম্মদ হুসেইন খান আমাদের জানান, “মুসকানের অসুস্থ হওয়ার খবরটি ভুয়ো। মুসকান সুস্থ আছে, বাড়িতে আছে। তাকে কোনও হাসপাতালে ভর্তি করা হয়নি। কোয়েল নামে কোনও অভিনেত্রী বা কেউই তার সাথে দেখা করতে আসেনি। এর আগেও একই রকম ভুয়ো খবর ছড়িয়ে বলা হচ্ছিল সলমন খান বা রাহুল গান্ধী মুসকানের সাথে দেখা করে। এই সব দাবিগুলিই ভিত্তিহীন।”
আরও পড়ুনঃ হিজাব-বিতর্কঃ হাসপাতালে ভর্তি মুসকান, দেখা করলেন মমতা? জানুন সত্যতা
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। মুসকানের হাসপাতালে ভর্তি এবং অভিনেত্রী কোয়েল মল্লিকের সাক্ষাৎ, দুটিই ভুয়ো খবর।

Title:মুসকানের সাথে অভিনেত্রী কোয়েলের সাক্ষাতের খবরটি একেবারেই ভুয়ো
Fact Check By: Rahul AResult: False