
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবিকে সম্পাদিত করে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে তৃনমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য হাতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি নিয়ে বসে আছে। এই ছবি দেখে অনেকেই মনে করছেন বিজেপিতে যোগ দিয়েছে দেবাংশু।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। আসল ছবিতে দেখাংশু ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতার ছবি হাতে নিয়ে বসে আছেন।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে রিভার্স সার্চ করি। এতে কোনও ফলাফল পাওয়া যায়না। এরপর বিভিন্ন রকম কিওয়ার্ড সার্চ করে দেবাংশু ভট্টাচার্যের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি দেখতে পাই যার সাথে পোস্টের ছবি হুবহু মিলে জায়। চলতি বছরে ৫ জানুয়ারি শেয়ার করা এই ছবিতে দেখা যায়, দেবাংশু হাতে মমতা ব্যানার্জির ছবি নিয়ে বসে আছেন। স্পষ্ট ভাবে বোঝা যায় এই ছবিটিকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
ছবি দুটিকে পাশাপাশি তুলনা করে দেখুন।‘
এছাড়া, গত ৮ মার্চ দেবাংশু একটি ফেসবুক লাইভ করে জানিয়েছে তিনি তৃনমূলেই আছেন, বিজেপিতে যাচ্ছেন না।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত পোস্টটি বিভ্রান্তিকর। আসল ছবিতে দেখাংশু ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতার ছবি হাতে নিয়ে বসে আছেন।