
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সম্পাদিত প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন বাংলায় বিজেপি জিততে পারবে না। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার মাস্টহেড (লোগো) লাগানো একটি প্রতিবেদনের স্ক্রিনশট রয়েছে যার শিরোনামে লেখা রয়েছে, “জেপি নাড্ডাকে লেখা দিলীপ ঘোষের চিঠি ভাইরাল”। এই প্রতিবেদন অনুযায়ী, দিলীপ ঘোষ জেপি নাড্ডাকে চিঠি লিখে জানিয়েছে বিজেপি বাংলায় জিততে পারবে না। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী বিজেপির থেকে তৃণমূল এগিয়ে রয়েছে। পোস্টের শিরোনামে লেখা রয়েছে, “দিলীপ ঘোষ স্বীকার করে নিয়েছেন, বাংলা নিজের মেয়েকেই চায়….”।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো বিভ্রান্তিকর। আনন্দবাজারের প্রতিবেদনটি ভুয়ো এবং দিলীপ ঘোষ এরকম কোনও চিঠি লেখেনি।

১ এপ্রিল বাংলায় দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। এখনও বাকি রয়েছে ৬ দফার ভোট। এই পরিস্থিতিতে এই জাতীয় ভুয়ো পোস্ট শেয়ার করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে আমরা গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে কোনও তথ্য পাওয়া যায় না। সংবাদমাধ্যম “আনন্দবাজার”-এর ওয়েবসাইটেও এই এরকম কোনও প্রতিবেদন পাওয়া যায়না। এরপর পোস্টের ছবিটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারি এটি একটি সম্পাদিত প্রতিবেদন। আনন্দবাজারের লেখার ধরন (ফন্ট) এরকম নয়। আনন্দবাজারের মাস্টহেডকে নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

এরপর কিওয়ার্ড সার্চ করে দেখতে পাই, টুইটারে ‘অফিস অফ দিলীপ ঘোষ’ নামে একটি টুইটার হ্যান্ডেল থেলে এইন চিঠির ছবি পোস্ট করে বলা হয়েছে, এই চিঠি ভুয়ো এবং রাজ্য বিজেপি এই বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছে।
এরপর আমরা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “এই চিঠি আমরা লেখা নয়। এগুলো তৃনমূলের কারসাজি”।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত পোস্টটি ভুল। আনন্দবাজারের প্রতিবেদনটি ভুয়ো এবং দিলীপ ঘোষ এরকম কোনও চিঠি লেখেননি।

Title:না, দিলীপ ঘোষ নাড্ডাকে চিঠি লিখে বলেননি যে বাংলায় বিজেপি জিততে পারবে না
Fact Check By: Rahul AResult: False