
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি সম্পাদিত গ্রাফিক্স শেয়ার করে দাবি করে হচ্ছে, কলকাতা টিভির সমীক্ষা অনুযায়ী নন্দিগ্রামে শুভেন্দু অধিকারী ৪৮.৩ শতাংশ এবং মমতা ব্যানার্জি ৪৫.১ ভোট পাবে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, কলকাতা টিভির লোগো লাগানো একটি গ্রাফিক্সে নন্দিগ্রাম বিধানসভা নির্বাচনের চার জন প্রার্থীর ছবি দেওয়া রয়েছে এবং তার ওপরে কে কত শতাংশ ভোট পাবে তা দেওয়া রয়েছে। এই ছবি অনুযায়ী তৃনমূলের মমতা ব্যানার্জি পাবে ৪৫.১ শতাংশ, বিজেপির শুভেন্দু অধিকারী পাবে ৪৮.৩ শতাংশ, বাম-কংগ্রেস-আইএসএফ জোটের মীনাক্ষী মুখার্জি পাবে ৪.৮ শতাংশ এবং এসইউসিআই-এর মনোজ কুমার দাস ০.৬ শতাংশ ভোট।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। কলকাতা টিভির এই সমীক্ষার গ্রাফিক্সটি সম্পাদিত।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে কোনও যথাযথ তথ্য পাওয়া যায়না। এরপর কিওয়ার্ড সার্চ করে দেখতে পাই সংবাদমাধ্যম কলকাতা টিভির পক্ষ থেকে একটি প্রতিবেদনে জানানো হয়েছে এই দাবিটি ভুয়ো। এটি কলকাতা টিভির সমীক্ষার ফলাফল নয়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। কলকাতা টিভির এই সমীক্ষার গ্রাফিক্সটি সম্পাদিত।