
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে সংবাদমাধ্যম প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, আবারও মা হলেন অভিনেত্রি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পোস্টের থাম্বনেইলে সদ্যজাত একটি শিশুর ছবি ও শ্রাবন্তীর ছবির কোলাজ দেওয়া রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – আবার ও পুত্র সন্তানের মা হলেন শ্রাবন্তী চ্যাটার্জি।
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দিদির সদ্যজাত শিশুর ছবিকে অভিনেত্রীর ছেলে দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলা চলচিত্র মহল টলিউডের সনামধন্য অভিনেত্রী হলেন শ্রাবন্তি চট্টোপাধ্যায়। তার বিবাহ জীবন নিয়ে মাঝে মাঝেই সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যান তিনি। ২০২১ বিধানসভা ভোটে বেহালা বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে ভোটে লড়াই করে পরাজিত হন।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে, সংবাদমাধ্যম ‘টিভি৯ বাংলা’-এর ১১ জুলাই, ২০২১, তারিখের প্রতিবেদন অনুযায়ী শ্রাবন্তী ব্যানার্জি নামে একজন অভিনেত্রী ৭ জুলাই পুত্র সন্তানের জন্ম দেন। এখানে বলে রাখা ভালো শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী ব্যানার্জি দুজন আলাদা ব্যক্তিত্ব। দুজনের নামের মধ্যে মিল থাকায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে আমাদের ধারণা।
এছাড়া, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি কোনও সন্তান জন্ম দিয়েছেন এমন খবর পাওয়া যায়নি।
পোস্টে থাকা শিশুর ছবিটি কার?
পোস্টের সদ্যজাত শিশুর আসল পরিচয় খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ১০ সেপ্টেম্বর, ২০২১, তারিখে শ্রাবন্তি চট্টোপাধ্যায়ের ভেরিফাইড ইন্সতাগ্রাম প্রোফাইলে থেকে এই ছবি খুঁজে পাই। ক্যাপশনের মাধ্যমে তিনি জানান – ছেলে হয়েছে…তোর জন্য খুব খুশি দিদি….অনেক ভালোবাসা।
এই একই ছবি সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর ১০ সেপ্টেম্বর, ২০২১, তারিখের প্রতিবেদনে দেখতে পাই। প্রতিবেদন থেকে জানতে পারি, ছবিটি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দিদি স্মিতা ঘোষ চট্টোপাধ্যায়ের সন্তানের ছবি।

তথ্য প্রমানের সাপেক্ষ্যে স্পষ্ট ভাইরাল ছবিটি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নয় বরং তার দিদি স্মিতা ঘোষ চট্টোপাধ্যায়ের। নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন।শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দিদির সদ্যজাত শিশুর ছবিকে অভিনেত্রীর ছেলে দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দিদির সদ্যজাত শিশুর ছবিকে অভিনেত্রীর ছেলে দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে
Fact Check By: Nasim AResult: False