২০ মে তারিখে পঞ্চম দফার ভোট সম্পন্ন হয়েছে। ৬টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে যার মধ্যে একটি আসন ছিল ব্যারাকপুর। এই কেন্দ্রে শাসক দল টিএমসির প্রার্থী পার্থ ভৌমিক, সিপিআই(এম) এর প্রার্থী দেবদূত ঘোষ এবং বিজেপির প্রার্থী অর্জুন সিং। চলমান লোকসভা নির্বাচনের আবহে অর্জুন সিং-এর একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে তাড়া দেওয়া হয়েছে। ভিডিওতে অর্জুন সিংকে দৌড়াতে দেখা যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে রাস্তার মোড়ে পড়ে যেতেও দেখা যাচ্ছে। ভিডিওর উপরে লেখা হয়েছে,”ব্যারাকপুর লোকসভায় আজ কলির অর্জুন বধ।“

তথ্য যাচাই করে আমরা পেয়েছি যে ভিডিওটি চলমান ২০২৪ লোকসভা নির্বাচনের সাথে সম্পর্কিত নয়। ভিডিওটি ২০১৯ সালের।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিও সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে, এই ভিডিও কেন্দ্রিক বেশ কিছু ভিডিও উপস্থাপন, সংবাদ প্রতিবেদন পেয়ে যায়। ৬ মে,২০১৯, তারিখে আপলোড করা ‘ইকোনমিক্স টাইমস’-এর উপস্থাপন অনুযায়ী, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসনের বিজেপি অর্জুন সিং ভোটের দিন কয়েক জায়গায় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছিলেন। আবার কোথাও ভোট জালিয়াতির অভিযোগ জানিয়ে কিছু লোককে বহিরাগতর তকমা দিয়ে তাদের পেছনে ধাওয়া করেছিলেন।

‘টিভি৯ ভারতবর্ষ’-এর শিরোনামে লেখা হয়েছিল,”পশ্চিমবঙ্গ: গুন্ডাদের তাড়াতে গিয়ে পড়ে গেলেন বিজেপির ব্যারাকপুর প্রার্থী অর্জুন সিং | লোকসভা নির্বাচন।“

‘আনন্দবাজার পত্রিকা অনলাইনে’র ৬ মে ,২০১৯, তারিখের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃনমূল কর্মীদের তাড়া করেছিলেন। ফেসবুক পোস্টের এই ভিডিওতে সেই ঘটনায় প্রদর্শিত হয়েছে।

প্রতিবেদন আর্কাইভ

তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে অর্জুন সিং-এর দৌড়ানোর এই ভিডিওটি সম্প্রতির নয় বরং ২০১৯ সালের।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে অর্জুন সিং-এর দৌড়ানোর ভিডিওটি সম্প্রতির নয় বরং ২০১৯ লোকসভা নির্বাচনকালের। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃনমূল কর্মীদের তাড়া করেছিলেন তিনি।

Avatar

Title:অর্জুন সিং-এর পুরনো ভিডিও আসন্ন লোকসভা নির্বাচনের আবহে শেয়ার

Written By: Nasim A

Result: False