বাবরি মসজিদের ছবি দাবি করে একগুচ্ছ ভুয়ো ফোটো শেয়ার

False Social

screenshot-www.facebook.com-2020.08.06-02_06_52.png

রাম মন্দিরের ভূমি পুজোর দিন ফের ভাইরাল হল ভুয়ো বাবরি মসজিদের ছবি। একটি ফেসবুক পোস্টে ৯টি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে এগুলো বাবরি মসজিদের ভেতরের ছবি। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “ব্রিটিশ মিউজিয়াম বাবরি মসজিদের ভিতরের ফটো প্রকাশ করলেন.. যা আমাদের অনেকেরই অজানা…।“ 

1C.png
ফেসবুক আর্কাইভ 

তথ্য যাচাই

ছবি ১

109768471_717457862441988_1150928997056285039_n.jpg

ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে আমরা ‘এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা’-এর ওয়েবসাইটে আমরা এই ছবিটি দেখতে পাই। জানতে পারি, এটি কর্ণাটকের গুলবাগ ফোর্টের জামে মসজিদের ছবি। কর্ণাটক ট্যুরিসমের অফিসিয়াল ওয়েবসাইট (আর্কাইভ) থেকে জানা যায়, রফি নামে একজন পারসিক শিল্পী এই মসজিদটি বানিয়েছিলেন। এটি কর্ণাটকের কালাবুর্গি শহরে অবস্থিত। 

image3.png
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাআর্কাইভ 

ছবি ২

ছবিটি গুগলে রিভার্স ইমেজ সার্চ করে এই ছবিটির একটি রঙিন সংস্করণ দেখতে পাই। জানতে পারি এটি ‘সবুজ মসজিদ’ নামে তুর্কির একটি মসজিদের ছবি। তুর্কি ভাষায় এর নাম ‘Yeşil Camii’। 

download (14).png
সবুজ মসজিদ আর্কাইভ 

ছবি ৩

116263201_911532459256502_8220724399726424465_n.jpg

রিভার্স ইমেজ সার্চ থেকে জানা যায় এটি বাবরি মদজিদের ছবি নয়। মুর্শিদাবাদ জেলার মতিঝিল মসজিদের ছবিকে বাবরির বলে শেয়ার করা হয়েছে। ইউকিমিডিয়ার ওয়েবসাইট থেকে পাওয়া মতিঝিল মসজিদের সাথে পোস্টের ছবির হুবহু মিল রয়েছে। 

download.png
মতিঝিল মসজিদ আর্কাইভ 

ছবি ৪ 

116909699_911532525923162_323164240776003361_n.jpg

এটি হল ছবিটি আফগানিস্থানের নহ গুনবাদ নামে একটি মসজিদের। 

download (1).png
নহ গুনবাদ মসজিদ আর্কাইভ 

ছবি ৫

116890859_911532699256478_41710963665392270_n.jpg

রিভার্স ইমেজ সার্চ থেকে জানা যায় এটি কর্ণাটকের ইব্রাহিম রৌজা নামে একটি স্মৃতিস্তম্বের ভেতরের ছবি। অ্যালার্মি নামে একটি ছবি সংগ্রহের ওয়েবসাইটে এটি ছবিটি খুঁজে পাই।

download (2).png
ইব্রাহিম রৌজা আর্কাইভ 

ছবি ৬ 

116702265_911569305919484_3690026929782392720_n.jpg

রিভার্স ইমেজ সার্চ করে জানতে পারি এটি হরিয়ানার কাবুলি বাগ মসজিদের ছবি। হরিয়ানা পর্যটনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আসল ছবিটি পেয়ে যাই। 

download (3).png
কাবুলি বাগআর্কাইভ 

ছবি ৭ 

114585626_911532869256461_4845246712279989656_n.jpg

কোনও বিশ্বাসযোগ্য সুত্র থেকে এই ছবিটির সঠিক অনুসন্ধান পাওয়া যায়নি।

ছবি ৮ 

116893680_911648902578191_1540991622937236950_n.jpg

এটি বাবরি মসজিদেরই ছবি।

ছবি ৯

117303773_911706279239120_4205517000896588218_n.jpg

বাবরি মসজিদের ছবিকেই ফোটোশপ করে এই ছবিটি বানানো হয়েছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত ছবিটি ভুল। এগুলির মধ্যে বেশিরভাগই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এবং বাবরি মসজিদের ছবি বলে শেয়ার করা হয়েছে।

Avatar

Title:বাবরি মসজিদের ছবি দাবি করে একগুচ্ছ ভুয়ো ফোটো শেয়ার

Fact Check By: Rahul A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *