জুলাই মাসের ৩১ তারিখে হরিয়ানার নুহতে দুই সম্প্রদায় (হিন্দু ও মুসলিম)-এর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো এলাকা। যার ফলস্বরূপ প্রান হারিয়েছেন বেশ কিছু লোক, বেঘর হয়েছে অনেকেই। এই প্রসঙ্গেই জন সমাবেশের একটি ছবি ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে, নুহ সংঘর্ষকে ঘিরে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে ভারী সংখ্যায় হিন্দু সম্প্রদায়ের লোকজন হরিয়ানার কোন এক ময়দানে সমবেত হয়েছে। পোস্টের ছবিতে বিশাল ক্ষেত্রফল বিশিষ্ট এক ময়দানে জনগণের জমায়েত যাকে সম্বোধন করার জন্য একটি স্টেজ দেখা যাচ্ছে। স্টেজে লাগানো মাইকের পাশাপাশি জাফরন রঙের একটি পতাকা হাওয়াই উড়তে দেখা যাচ্ছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” হারিয়ানায় মোল্লাদের আ'ক্রম'নে বজরং দল সভাপতির দেহান্তের খবর ছড়িয়ে পড়তেই গুরুগ্রামে লক্ষ জাট ভাইয়েরা মো'ল্লা'দের অওকাত দেখাচ্ছে!😎সাহসী মো'ল্লারা বর্তমানে গর্তে ঢুকে আছে!একের পর এক বিধস্ত করা হচ্ছে মোল্লাদের বাসস্থান,ব্যাবসায়ী প্রতিষ্ঠান ও মসজিদ! 💖🚩 দাংগার মূল ইন্ধন দাতা নুহ মসজিদের ইমাম মুহম্মদ শাদকে গত কাল রাতে মৃ'ত অবস্থায় পাওয়া যায়!🙂দাংগার আর দুই মাষ্টার মাইন্ড নাসির ও জুনায়েদের পু'ড়া লাস উদ্ধার করে পুলিশ! পরিস্থিতি হারিয়ানা রাজ্য সরকারের হাতের বাইরে! 🏵️ এক ও অভিন্ন হও হিন্দু তুমি! 🚩🕉️।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। হায়দ্রাবাদের ভাগ্যনগরে আয়োজিত রামনবমী শোভাযাত্রার পুরনো ছবিকে নুহ হিংসার সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

এই ছবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ‘tamilbrahmins’ নামের এক ওয়েবসাইটে এই ছবির উল্লেখ পাওয়া যায়। ২০১২ সালের এই প্রতিবেদনে জানানো হয় ছবিটি টি. রাজা সিং নামের এক ব্যাক্তি দ্বারা হায়দ্রাবাদের ভাগ্যনগরে আয়োজিত শ্রী রাম নবমী শোভা যাত্রার।

প্রতিবেদন আর্কাইভ

এই সূত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে আরও বেশ কিছু প্রতিবেদনে ভাইরাল এই ছবির উল্লেখ পাওয়া যায়।

‘hinduexistence’ নামের ওয়েবসাইটের ২০১২ সালের, ১ এপ্রিল তারিখের প্রতিবেদনেও ভাইরাল এই ছবিটিকে রামনবমী শোভাযাত্রার বলে জানানো হয়েছে।

প্রতিবেদন আর্কাইভ

তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ভাইরাল এই ছবিটি সম্প্রতি নুহ হিংসার সাথে সম্পর্কিত নয় বরং ছবিটি ২০১২ সালের অর্থাৎ ১১ বছরের পুরনো।

এখানে বলে রাখা ভালো, হরিয়ানার নুহতে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে গত রবিবার অর্থাৎ ২০ আগস্ট তারিখে কিছু হিন্দু সংগঠন দিল্লীর জন্তর মন্তরে এক সমাবেশের আয়োজন করেছিল। কয়েকজন বক্তা কর্তৃক প্রদাহজনক বক্তৃতা দেওয়ার জন্য সভা মাঝপথে থামিয়ে দেয় পুলিশ।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ২০১২ সালে হায়দ্রাবাদের ভাগ্যনগরে আয়োজিত রাম নবমী শোভাযাত্রার ছবিকে নুহ হিংসার সাথে জুড়ে শেয়ার করা হয়েছে।

Avatar

Title:হায়দ্রাবাদের ভাগ্যনগরে রাম নবমী শোভাযাত্রার পুরনো ছবিকে নুহ হিংসার সাথে জুড়ে শেয়ার

Written By: Nasim Akhtar

Result: False