চলমান আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার আট দলের স্টেজে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে আফগানিস্তান দল। প্রথমবারের মত সেমি ফাইনালে পৌঁছানোর খুশিতে কাবুল সহ দেশ জুড়ে উদযাপন করেছে আফগানি ক্রিকেট প্রেমীরা। এই আবহে বন্দুক হাতে বেশ কিছু লোকজনের নাচের একটি ভিডিও শেয়ার করে লেখা হচ্ছে,”অভিনন্দন আফগানিস্তান ক্রিকেট টিম বেস্ট অফ লাক ফর সেমি 💙।“ ১ মিনিট ৩৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে আবহে ভারতীয় গান ‘আফগান জলেবি’ বাজছে এবং বন্দুক হাতে বেশ কয়েকজন লোক তালে তাল মিলিয়ে নাচছে।

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি ভাইরাল ভিডিওর দাবিটি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। পাকিস্তানের একটি বিয়ের অনুষ্ঠানে নৃত্যের ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এই একই ভিডিও বেশ কিছু ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। একটি চ্যানেলে ভিডিওটি ২০২১ সালের ২২ আগস্টে আপলোড করে এটিকে তালিবানদের নাচের ভিডিও বলে জানায়। অন্যান্য ভিডিওগুলোতে অন্য গান শোনা যাচ্ছে এবং বেশিরভাগ চ্যানেলেই ভিডিওটি ২০২১ সালে আপলোড করা হয়েছে।

আরও খুঁজাখুঁজির পর আমরা দেখতে পাই পাকিস্তানি সাংবাদিক ‘টিভি ৯’-এর এই ভিডিওকে নিয়ে প্রস্তুত করা একটি প্রতিবেদনকে টুইট করে জানান এটি পাকিস্তানের ভিডিও। তিনি টুইটে লেখেন, “অবিশ্বাস্য, একটি ভারতীয় চ্যানেল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একটি বিয়ে অনুষ্ঠানে নাচের ভিডিওকে দেখাচ্ছে। বিয়েতে নৃত্যশিল্পীরা ছদ্মবেশে রয়েছে। উপস্থাপক বলছেন আফগানিস্তানের ময়দায় দখলের পর তালিবানিরা উল্লাস করছে। এটি অন্য স্তরের বাজে কথা।“

ফ্যাক্ট চেকিং সংস্থা ‘অল্ট নিউজ’ ভিডিওতে নীল পোশাক পরা ব্যক্তিকে খুঁজে বের করে। তার নাম ওয়াহাব পখতুন।

ফ্যাক্ট ক্রিসেন্ডো ওয়াহাব পখতুনের সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানান, “এটি ২০২১ সালের ১৯ মার্চ তারিখের ঘটনা। তার বাড়ি পাকিস্তানের দক্ষিণ খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সে তার বন্ধু রফিদ উল্লাহ খানের বিয়েতে সারোয়ার কিটকি গ্রামে যায়। সেখানে কেউ একজন তার নাচের ভিডিও তুলে নেয়। পরে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম এই ভিডিওকে আফগানিস্তান এবং তালিবানের সাথে যুক্ত করে ভুয়ো দাবির সাথে সম্প্রচার করে।“

তিনি আমাদের ওই বিয়ের দিনের আরও একটি ছবি পাঠান যেখানে দেখা যায় সে তার বন্ধুদের সাথে বসে রয়েছে। ছবি দেখে তাকে ভিডিওতে স্পষ্ট চিহ্নিত করা যায়।

ভাইরাল এই ভিডিওটি এর আগেও তালিবান-আফগান বিবাদের সাথে জড়িয়ে ভাইরাল হয়েছিল। তখনও ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই ভিডিওর সত্যতা যাচাই করেছিল দেখুন এখানে।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আইসিসি টি২০ বিশ্বকাপে আফনাইস্তানের সেমি ফাইনালে পৌঁছানোর পর তালিবানদের নাচ করার দাবিটি মিথ্যা। পাকিস্তানের একটি বিয়ের অনুষ্ঠানে বন্দুক হাতে নৃত্যের ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:আইসিসি টি২০ বিশ্বকাপে আফনিস্তানের সেমি ফাইনালে পৌঁছানোর পর তালিবানদের নাচের ভিডিও? জানুন ভিডিওর সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: False