সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে সাদাকালো একটি ছবি শেয়ার করে সেটিকে ৩০ বছর আগে নরেন্দ্রমোদি পাকিস্তান থেকে বাস্তুচ্যুত হিন্দুদের একটি ক্যাম্প পরিদর্শন করতে যাওয়ার ছবি বলে দাবি করা হচ্ছে। সাথে এও দাবি করা হচ্ছে ছবিটি ৩০ বছর আগের অর্থাৎ প্রায় ১৯৯০ দশকের। ছবিতে যুবক নরেন্দ্র মোদীর মত এক ব্যাক্তিকে কুঁড়ে ঘরের সামনে কয়েকজন ব্যাক্তির সাথে কথা বোলার ভঙ্গিতে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটির উপর লেখা হয়েছে,”30 বছর আগের ছবি পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের পাসে মোদী জী সেদিনও ছিলেন আজও আছেন।“

তথ্য যাচাই করে আমরা ভাইরাল এই দাবিটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছি।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

ছবি সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল ওয়েবসাইটের ছবি গ্যালারীতে এই ছবির উল্লেখ পাই। ছবিটি ২০১৪ সালে আপলোড করা হয়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে,”গুজরাটের একটি গ্রামে নরেন্দ্র মোদি।

ছবি কেন্দ্রিক এই প্রতিবেদনে লেখা হয়েছে-একই সময়ে (১৯৭৭ সালের দিকে), পুর্ববর্তী বছরগুলিতে তার সক্রিয়তা এবং সাংগঠনিক কাজের প্রশংসা হিসাবে নরেন্দ্র মোদীকে 'সম্ভাগ প্রচারক' (একজন আঞ্চলিক সংগঠকের সমতুল্য) করা হয়েছিল। তাঁকে দক্ষিণ ও মধ্য গুজরাটের দায়িত্ব দেওয়া হয়। একই সময়ে তাকে দিল্লিতে ডেকে জরুরী সময়কালে আরএসএস অ্যাকাউন্ট সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। এর অর্থ আরও কাজ, আঞ্চলিক এবং জাতীয় উভয় দায়িত্বের ভারসাম্য করা যা নরেন্দ্র মোদি স্বাচ্ছন্দ্য এবং দক্ষতার সাথে করেছিলেন।

১৯৮০-এর দশকের গোড়ার দিকে গুজরাট জুড়ে তার ভ্রমণ বৃদ্ধি পায়। এটি তাকে রাজ্যের প্রতিটি তালুকা এবং প্রায় প্রতিটি গ্রামে দেখার সুযোগ করে দিয়েছে। এই অভিজ্ঞতা একজন সংগঠক এবং মুখ্যমন্ত্রী হিসাবে উভয়ের জন্যই তাঁর পক্ষে খুব কার্যকর ছিল। এটি তাকে মানুষের মুখোমুখি হওয়া সমস্যাগুলির প্রথম হাতের দৃষ্টিভঙ্গি দেয় এবং সেগুলি সমাধান করার জন্য কঠোর পরিশ্রম করার জন্য তার সংকল্পকে বাড়িয়ে তোলে। খরা, বন্যা বা দাঙ্গা হলে তিনি ত্রাণ তৎপরতায় নেতৃত্ব দিতেন।

ওয়েবসাইটের কোথাও বলা হয়নি যে নরেন্দ্রমোদি পাকিস্তান থেকে বাস্তুচ্যুত হিন্দুদের একটি ক্যাম্প পরিদর্শন করতে গেছিলেন। প্রধানমন্ত্রীর ওয়েবসাইট অনুসারে ছবিটি ১৯৮০-এর দশকের কোনো এক সময় ক্যামেরাবন্দি করা হয়েছিল।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে এসেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান থেকে বাস্তুচ্যুত হিন্দুদের একটি ক্যাম্প পরিদর্শন করতে যাওয়ার দাবিটি মিথ্যা। আঞ্চলিক সংগঠকের দায়িত্বপ্রাপ্ত হিসেবে গুজরাটের গ্রাম পরিদর্শন করতে যাওয়ার নরেন্দ্র মোদীর পুরনো ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হয়েছে।

Avatar

Title:পাকিস্তান থেকে বাস্তুচ্যুত হিন্দুদের ক্যাম্প পরিদর্শন করতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী ? জানুন ছবির সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: False