সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে একটি ভিডিও শেয়ার সেটিকে রাজ্য সরকারের PWD ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারের বাড়িতে অভিযানে একটি পাইপে ১৩ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। পোস্টের ভিডিওতে কয়েকজন লোককে প্রথমে বাড়ির ড্রেনেজ পাইপ কাটতে এবং পরক্ষনেই পাইপ থেকে টাকা পড়তে শুরু করে এবং একজন ব্যক্তিকে একটি বালতিতে সেই টাকা সংগ্রহ করতে দেখা যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করে ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন,”রাজ্য সরকারের PWD ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারের বাড়িতে অভিযানে একটি পাইপে 13 কোটি টাকা উদ্ধার করা হয়েছে, 19 টি পাইপ এখনও পরীক্ষা করা বাকি রয়েছে , আমাদের সকলেরই কিছুটা মৌলিক অর্থনীতি শেখা উচিত , কীভাবে ভারতীয় অর্থনীতি টেকসই থাকে । “

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওটি ২০২১ সালের। কর্ণাটকের কালাবুর্গির এক পিডব্লিউডি জুনিয়র ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দিয়েছিল দুর্নীতি দমন ব্যুরো এবং এই অভিযানে মোট ৫৪ লক্ষ টাকা যার মধ্যে ১৩ লক্ষ টাকা ড্রেনেজ পাইপ থেকে উদ্ধার হয়েছিল।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভাইরাল এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটির কি ফ্রেমকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ‘বিবিসি নিউজ হিন্দি’র ২৫ নভেম্বর,২০২১, তারিখের ভিডিও উপস্থাপন অনুযায়ী, কর্ণাটকের কালাবুর্গিতে পূর্ত দফতরের এক জুনিয়র ইঞ্জিনিয়ারের বাড়িতে দুর্নীতি দমন বিভাগের এক অভিযানে প্রায় ৫৪ লাখ টাকা উদ্ধার করেছিল দুর্নীতি দমন ব্যুরো। এর মধ্যে ঘরে বসানো ড্রেনেজ পাইপ থেকে বেরিয়ে এসেছে ১৩ লাখ টাকা। পাইপ থেকে টাকা বের করার জন্য তা কেটে বালতিতে সংগ্রহ করা হচ্ছিল।

‘জি নিউজ’-এর ভিডিও উপস্থাপন অনুযায়ী, কর্ণাটকের দুর্নীতি দমন ব্যুরো রাজ্য জুড়ে ৬৮ টি জায়গায় অনুসন্ধান অভিযান চালিয়েছিল। শান্তগৌড় নামের এক পিডব্লিউডি জুনিয়র ইঞ্জিনিয়ারের বাড়িতে অভিযানের সময় বাড়ির পাইপ থেকে প্রায় ১৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল।

ভাইরাল ভিডিও সম্পর্কিত অন্যান্য সংবাদ প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।

তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ফেসবুক পোস্টের দাবিটি ঠিক নয়।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। কর্ণাটকের দুই বছরের পুরনো অভিযানের ভিডিও বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে

Avatar

Title:রাজ্য সরকারের PWD ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারের বাড়িতে অভিযানে একটি পাইপে ১৩ কোটি টাকা উদ্ধার ? জানুন ভাইরাল সত্যতা

Written By: Nasim A

Result: False