চলমান জাতীয় নির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়াই চলছে আন্ধাধুন প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক ভিডিও, ছবি পোস্ট করার রেশ। নিজ নিজ দলের মতাদর্শের বিস্তার ঘটাতে, নিজের পছন্দের দলের প্রচার করতে বিরোধী দলগুলোকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে, অপ্রাসঙ্গিক ভিডিও, ছবি পোস্ট করতে পিছপা হচ্ছেন না অনেক ফেসবুক ব্যাবহারকারি। লোকসভা নির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়াই নেমে এসেছে এক ধরনের বন্যা। এই প্রসঙ্গে একটি ভিডিও যার উপরে লেখা রয়েছে,”গলি গলি মে জুতো কি হো রাহি হ্যায় বৌছার আউর মিডিয়া দিখা রহে হ্যায় 400 পার।“ অর্থাৎ গলিতে গলিতে জুতা পেটা করা হচ্ছে আর সংবাদমাধ্যম গুলোতে দেখানো হচ্ছে ৪০০ পার। ৪০০ পারের এই স্লোগান কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপি তাদের নির্বাচনী প্রচার সভা থেকে ডাক দিয়েছেন যা বিজেপির মুখপাত্রগুলো সংবাদ মাধ্যমগুলোতে এসে বলে থাকে। এই লেখা থেকে অনুমান করাই যায় যে ভিডিওটি বিজেপিকে আক্রমণকে করে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ক্ষুব্ধ গ্রামবাসী একজন লোককে ধাওয়া করছে এবং সেই ব্যাক্তির সাথে থাকা দেহরক্ষীরা তাকে দ্রুত গাড়িতে উঠিয়ে দিল এবং সাথে সাথে গাড়িটি চলতে শুরু করলো। গাড়িটি চলতে শুরু করলেও ক্ষুব্ধ ব্যাক্তিরা হাতে থাকা বাঁশ- লাঠি দিয়ে গাড়িতে আক্রমন করে গাড়ির কাঁচ ভেঙ্গে দিল।

তথ্য যাচাই করে আমরা পেয়েছি যে ভিডিওটি চলমান লোকসভা নির্বাচনের সাথে সম্পর্কিত নয়। ভিডিওতে যে নেতার উপর আক্রমন করা হয়েছিল তিনি হলেন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি। ২০২১ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি নেতার উপর বোলপুরের ইলামবাজারে আক্রমন করা হয়েছিল।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ক্ষুব্ধ জনতার আক্রশের মুখে পড়া নেতার এই ভিডিওকে ঘিরে বাংলার মুখ্যধারার সংমাধ্যমগুলো ভিডিও উপস্থাপন পেয়ে যায়। ২০২১ সালের ২৯ এপ্রিলে আপলোড করা ‘নিউজ১৮ বাংলা’র উপস্থাপনের শিরোনামে লেখা হয়েছে,”ইলামবাজারে BJP প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া, ইটবৃষ্টি, 'আক্রান্ত' BJP প্রার্থী Anirban Gangopadhyay!।“

এবিপি আনন্দের ভিডিও উপস্থাপন অন্যান্য সংবাদ প্রতিবেদন অনুযায়ী এটি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলির উপর টিএমসি কর্মী সমর্থক দ্বারা হামলার ভিডিও বলে জানানো হয়।

এই হামলার পর বিজেপি নেতা এক টুইটে লিখেছিলেন- ইলামবাজার, বোলপুরে আমার উপর হামলার বিষয়ে উদ্বেগের জন্য আমার সমস্ত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাতে চাই। আমি একদম ভালো আছি। স্লোগানকারী জেহাদী গুন্ডাদের একটি বিচ্ছিন্ন জনতা আমার সোনারবাংলার স্বপ্ন ভেঙ্গে দিতে পারে না।

নিষ্কর্ষঃ

উপরোক্ত তথ্যের ভিত্তিতে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে । ভিডিওতে বিজেপি নেতাকে তাড়া করা হচ্ছে ঠিকই কিন্তু ভিডিওটি সম্প্রতির নয়। ২০২১ বিধানসভা নির্বাচনের সময় ইলামবাজারে বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলির উপর হামলার ভিডিওকে লোকসভা নির্বাচনের আবহে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:২০২১ বিধানসভা নির্বাচনের সময় বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলির উপর হামলার পুরনো ভিডিওকে লোকসভা নির্বাচনের আবহে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: Missing Context