
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে পুলওয়ামা সন্ত্রাসী হামলার ভিডিও দাবি করে শেয়ার করা হচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “পুলওয়ামা সন্ত্রাসী হামলায় শহীদ, ভারতের বীর সন্তানদের কোটি কোটি সালাম এবং শ্রদ্ধা🙏🇮🇳 #Indianblackday।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ইরাকে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের পুরনো ভিডিও পুলওয়ামা সন্ত্রাসী হামলার ভিডিও দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, অনেক চানেলেই ভাইরাল ভিডিওটি ইরাকে গাড়ি বিস্ফোরণের দাবি করে পাওয়া যায়। ২০০৮ সালের ৯ ডিসেম্বর তারিখে আপলোড করা এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে- ২০০৭ সালে ইরাকে একটি VBIED IED বিস্ফোরণের ঘটনা।
আরও দেখুন এখানে
প্রসঙ্গত বলে রাখা ভালো যে, ২০১৯ সালের পুলওয়ামা হামলাটি ১৪ ফেব্রুয়ারী, ২০১৯ এ ঘটেছিল, যখন জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ভারতীয় নিরাপত্তা কর্মীদের বহনকারী গাড়ির একটি কনভয় জম্মু ও কাশ্মীরের পূর্ববর্তী রাজ্যের পুলওয়ামা জেলার লেথাপোরাতে একটি যানবাহিত আত্মঘাতী বোমা হামলাকারী দ্বারা আক্রান্ত হয়েছিল। তারপর থেকে ১৮ ফেব্রুয়ারীর দিনটি ব্ল্যাক ডে নামে উদযাপন করা হয়ে থাকে। পুলওয়ামা সন্ত্রাসী হামলার আগে জম্মু ও কাশ্মীর হাইওয়েতে কোনও সিসিটিভি ক্যামেরা সিস্টেম ছিল না। এই ঘটনার পরে রাজ্য পুলিশকে শ্রীনগর-সোনমার্গ এবং লখনপুর-শ্রীনগর হাইওয়েতে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

অপরপক্ষে, ভাইরাল ফেসবুক পোস্টের ভিডিওটি ২০০৮ সাল থেকে ইন্টারনেটে মজুদ রয়েছে। এখান থেকে স্পষ্ট হয়ে যায় ভিডিওটি পুলওয়ামায় সন্ত্রাসী হামলার ভিডিও হতে পারেনা।
অনুসন্ধানের পর আমরা খুঁজে পাই ভাইরাল এই ভিডিওটি বিভিন্ন ওয়েবসাইটে সম্প্রচারিত করা হয়েছে। ভিডিওর টাইমস্ট্যাম্প অনুসারে ঘটনাটি ঘটেছিল ২ সেপ্টেম্বর,২০০৭, তারিখের বিকাল ৪ টার আগে। দেখুন এখানে

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয়, ভাইরাল ভিডিওটি ২০১৯ সালের পুলওয়ামা সন্ত্রাসী হামলার সাথে সম্পর্কিত নয়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ইরাকে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের পুরনো ভিডিও পুলওয়ামা সন্ত্রাসী হামলার ভিডিও দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:পুলওয়ামা সন্ত্রাসী হামলার ভিডিও ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: False