২০১১ সালে জাপান ভুমিকম্পের ভিডিও তুরস্কের ভুমিকম্পের দাবিতে ভুয়ো পোস্ট ভাইরাল

False International

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, তুরস্ক ভুমিকম্পের দৃশ্য। একটি গাড়ির ড্যাশবোর্ড থেকে শুট করা এই ভিডিওতে দেখা যাচ্ছে সেই গাড়িটি সহ গাড়ির সামনে দিকে দাড়িয়ে থাকা বাকি গাড়ি সহ উঁচু বিল্ডিং তীব্র ভাবে কাঁপছে।  

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছ, “তুরস্কে ভুমিকম্পের সময় গাড়ির ভেতর থেকে তোলা লাইভ ভিডিও ফুটেজ।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। জাপানের টোকিওতে ২০১১ সালে ভুমিকম্পের সময় হাইওয়েতে গাড়ির কম্পনের ভিডিওকে সাম্প্রতিক তুরস্ক ভুমিকম্পের দাবিতে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে। 

 ফেসবুক পোস্ট 

উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ অর্থাৎ সোমবার দক্ষিণ-পূর্ব তুরস্ক ও উত্তর সিরিয়ায় ৭.৮ রিকটর মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ফলে বিধ্বস্ত হয়েছে দেশের বহুমুল্যবান প্রজেক্ট, প্রান হারিয়েছেন বহুজন, নিহত, নিখোঁজ হয়েছেন অগনিত লোকজন। অপারেশন দোস্ত-এর অধীনে ভারত সরকার অনুসন্ধান ও উদ্ধারকারী দল সহ হাসপাতাল, উপকরণ, ওষুধ এবং সরঞ্জাম তুরস্ক এবং সিরিয়াতে পাঠিয়েছেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াই শেয়ার করা হচ্ছে সম্পর্কহীন অনেক ছবি, ভিডিও। সন্দেহযুক্ত পোস্টের সত্যতা যাচাইয়ের জন্য যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর +919049053770-এ। 

তথ্য যাচাই  

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ’redrum Tokyo’ নামের একটি জাপানিজ ওয়েবসাইটে হুবহু ভাইরাল ভিডিওর উল্লেখ পাওয়া যায়। ভিডিওটি ২০১৭ সালের ১৩ মার্চের তারিখে পোস্ট করা হয়েছে। ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি মেট্রোপলিটন হাইওয়ে ৬-এর। 

ওয়েবসাইটের প্রতিবেদনটি দেখুন এখানে 

সেই ওয়েবসাইটের প্রতিবেদনে উল্লেখ থাকা হুবহু ইউটিউব ভিডিওটিতে ওয়াটারমার্কে লেখা রয়েছে সময় সহ একটি তারিখ এবং অবস্থান সুচক দ্রাঘিমাংশ অক্ষাংশ। সময়টি হল ২০১১/০৩/১১ তারিখের ২:৪৯। অবস্থান সুচক দ্রাঘিমাংশ অক্ষাংশটি হল 35°41’49.5″N 139°47’29.8″E। 

প্রদত্ত দ্রাঘিমাংশ অক্ষাংশটি গুগল ম্যাপ্সে সার্চ করলে জাপানের টোকিওতে সুমিদা শহরের অবস্থান  দেখিয়েছে। 

ভিডিওর স্ক্রিনশট এবং গুগল ম্যাপ্স থেকে পাওয়া চিত্রের তুলনামূলক ফ্রেম থেকে স্পষ্ট হয় ভাইরাল ভিডিওটি জাপানের টোকিওতে অবস্থিত সুমিদা শহরের। তুলনামূলক ফ্রেমটি নীচে দেখুনঃ 

প্রসঙ্গত বলে রাখা ভালো যে, ২০১১ সালের ১৩ মার্চ তারিখে ৯ মেগাওয়াট তীব্রতার কম্পন সহ জাপানে ভূমিকম্পের হানা হয়েছিল যা পরবর্তীতে সুনামির রুপ ধারন করেছিল। 

তথ্য ও প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয় ভাইরাল এই পোস্টের সাম্প্রতিক তুরস্ক ভুমিকম্পের সাথে সম্পর্কিত নয় বরং ভিডিওটি ভিডিওটি ২০১১ সালের জাপান ভুমিকম্পের। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। জাপানের টোকিওতে ২০১১ সালে ভুমিকম্পের সময় হাইওয়েতে গাড়ির কম্পনের ভিডিওকে সাম্প্রতিক তুরস্ক ভুমিকম্পের দাবিতে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:২০১১ সালে জাপান ভুমিকম্পের ভিডিও তুরস্কের ভুমিকম্পের দাবিতে ভুয়ো পোস্ট ভাইরাল

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *