বিজেপি দফতরে দলীয় কর্মীদের বিক্ষোভ প্রদর্শনের পুরনো ভিডিও আসন্ন লোকসভা নির্বাচনের আবহে শেয়ার 

Missing Context Political

লোকসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর জোরকদমে চলছে প্রচার কার্জ যার একটি মুখ্যমাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো। এই আবহেই শেয়ার করা হচ্ছে অনেক প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক ছবি, ভিডিও। এরকমই একটি ভিডিও আমাদের নজরে আসে যেখানে একটি সংবাদ উপস্থাপন শেয়ার করা হয়েছে যেটিকে সম্প্রতির দাবি করে শেয়ার করা হচ্ছে। এই সংবাদ প্রতিবেদন অনুযায়ী বিজেপির নতুন কমিটি গঠন নিয়ে কর্মী সমর্থকরা দ্বিমত প্রকাশ করে বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি, বিজেপির দলীয় পতাকাকে লাথি মেরে এবং কিছু পোস্টারে অগ্নিসংযোগ ঘটিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। আসুন জেনেনি ভিডিওটি সম্পর্কিত বিস্তারিত তথ্য। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” তুমুল বিক্ষোভ বিজেপি রাজ্য দপ্তরে। সুকান্ত শুভেন্দুদের পোস্টার পোড়ানো, পা দিয়ে মাড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা। তালা পড়ে যাবে যেকোনো সময়।“ 

তথ্য যাচাই করে আমরা পেয়েছি ভিডিওটি সম্প্রতির নয় বরং বিগত বছরের এবং আসন্ন লোকসভা নির্বাচনের সাথে সম্পর্কিত নয়। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ  

সম্প্রতি বিজেপির কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শনের মত কোন ঘটনা ঘটে থাকলে তা নিশ্চয় মুখ্যধারার প্রতিবেদনগুলোতে জায়গা পেত। গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে সম্প্রতির কোন প্রতিবেদনে এই ঘটনার উল্লেখ পাওয়া যায় না যা থেকে প্রাথমিকভাবে ধারনা হয় ভিডিওটি বিভ্রান্তিকর। 

ভিডিও সম্পর্কিত আসল তথ্য খুঁজতে ভিডিওর কি ফ্রেমকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, জি ২৪ ঘণ্টার ফেসবুক পেজেই ভাইরাল এই ভিডিও ক্লিপটি পেয়ে যায়। এই ভিডিও উপস্থাপনটি ২০২৩ সালের ১২ অক্টোবর তারিখে প্রচারিত হয়েছিল। 

প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ প্রদর্শনের এই ঘটনাটি ঘটেছিলো উত্তর কলকাতার মুরলীধর সেন লেনের দফতরে। রাজ্য বিজেপি নেতৃত্ব নতুনদের গুরুত্ব দিতে গিয়ে দীর্ঘ দিন দলের সঙ্গে থাকা নেতা-কর্মীদের ভুলতে বসেছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষক অমিত মালব্যের ছবিকে লাথি মেরে বিক্ষোভ প্রদর্শন করেছিল। 

নিষ্কর্ষঃ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বিজেপি কর্মীদের দলীয় শীর্ষ নেতৃত্বদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের ভিডিওটি সম্প্রতির নয়। পুরনো ঘটনার সংবাদ উপস্থাপনকে আসন্ন লোকসভা নির্বাচনের আবহে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:বিজেপি দফতরে দলীয় কর্মীদের বিক্ষোভ প্রদর্শনের পুরনো ভিডিও আসন্ন লোকসভা নির্বাচনের আবহে শেয়ার 

Written By: Nasim A 

Result: Missing Context


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *