হরিয়ানার পুরনো ভিডিওকে উত্তরপ্রদেশ নির্বাচনের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল

Partly False Political

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে – উত্তরপ্রদেশে বিজেপি নির্বাচনী প্রচার সভায় ভাংচুর করা হল। ১৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশকর্মীর উপস্থিতিতে অনেকগুলি লোক একটি মঞ্চে উঠে ভাংচুর চালাচ্ছে এবং কয়েকজন লোক এই ঘটনা মোবাইলে রেকর্ড করছে। ভিডিওর ওপর লোকেশন চিহ্ন দিয়ে উত্তরপ্রদেশের ২ জানুয়ারী ২০২২ তারিখের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।  

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – BJP #উত্তরপ্রদেশে বর্তমান অবস্থা 😜😜😜সেটা শনিবারের ঘটনা সেখানে #বিজেপির সভা চলা অবস্থায় জনতা এভাবেই সভা ভেঙে লণ্ড ভণ্ড করে দেয় সেই মুহূর্তের কিছু বিডিও। ! মঞ্চে উঠে #BJP নেতাদের #উত্তম_মধ্যম দিচ্ছে জনতা😜😜 ! 

তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। হরিয়ানার কার্নাল শহরে আয়োজিত মুখ্যমন্ত্রী মানোহর লাল খাট্টার-এর সভাস্থল ভাংচুর করার পুরনো ভিডিওকে উত্তরপ্রদেশের নির্বাচনের সাথে জুড়ে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাই 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কয়েকটি কি-ফ্রেমে ভেঙ্গে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ‘ন্যাশনাল পোস্ট নিউজ’ নামের একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওর অনুসন্ধান পাওয়া যায়। ২০২১ সালের ১০ জানুয়ারী তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা রয়েছে – কর্নালে সিএম খট্টরের মঞ্চ ভেঙে ফেললেন কৃষকরা, দেখুন লাইভ ছবি। 

এই সুত্র ধরে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। একাধিক মুখ্যধারার সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানলে এই ঘটনার ভিডিও উপস্থাপনা দেখতে পাই। সবকটিতেই এই ভিডিওটিকে হরিয়ানা রাজ্যের কার্নাল শহরের ঘটনা বলে জানানো হয়। 

সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টিভি’-এর ১০ জানুয়ারী, ২০২১, তারিখে আপলোড করা ভিডিও একটি ভিডিও প্রতিবেদন থেকে জানতে পারি, হরিয়ানার কার্নাল শহরে আয়োজিত কিষাণ মহাপঞ্চায়েতে মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টারের কৃষি আইন সম্পর্কে ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু আইন প্রত্যাহারের দাবিতে ক্ষুব্ধ কৃষকরা তার সভাস্থল ভাংচুর করে। ফলে মুখ্যমন্ত্রীকে তার সভা বাতিল করতে হয়। বিক্ষোভকারী কৃষকদের নিয়ন্ত্রন করতে পুলিশ লাঠিচার্জ সহ জল কামান ও কাঁদানে গ্যাস ব্যভহার করে। 

সংবাদমাধ্যম ‘এবিপি নিউজ’-এর এই ঘটনা কেন্দ্রীক ভিডিও প্রতিবেদনেঃ 

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস , দি ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দি উইক এর প্রতিবেদনেও এই ঘটনার খবর পাওয়া যায়। প্রতিবেদনগুলি পড়তে ক্লিক করুন এখানে, এখানেএখানে (আর্কাইভ, আর্কাইভআর্কাইভ)।

উপরোক্ত তথ্য ও প্রমাণ সহ স্পষ্ট হয়ে ২০২১ সালের হরিয়ানার ঘটনাকে উত্তরপ্রদেশের নির্বাচনের সাথে যুক্ত করে ফেক নিউজ ছড়ানো হচ্ছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। হরিয়ানার কার্নাল শহরে আয়োজিত মুখ্যমন্ত্রী মানোহর লাল খাট্টার-এর সভাস্থল ভাংচুর করার পুরনো ভিডিওকে উত্তরপ্রদেশের নির্বাচনের সাথে জুড়ে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:হরিয়ানার পুরনো ভিডিওকে উত্তরপ্রদেশ নির্বাচনের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল

Fact Check By: Rahul A 

Result: Partly False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *