
২০২৪ লোকসভা নির্বাচনে রাজ্যে শাসক দল ২৯টি আসনে জয়লাভ করেছে যার মধ্যে অন্যতম আসন ডায়মন্ড হারবার। এখানে টিএমসি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন ৭ লক্ষ ১০ হাজার ভোটে। এত বড় মার্জিনে জয়লাভের পর থেকেই সেই কেন্দ্রে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। এই কেন্দ্রে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পর্বেও এখানে ভোট সন্ত্রাসের খবর পাওয়া গেছিলো। এই মর্মে ভোট কেন্দ্রে ইভিএমে ভোট কারচুপির একটি ভিডিও শেয়ার করে সেটিকে ডায়মন্ড হারবার কেন্দ্রে ছাপ্পা ভোট দেওয়ার ভিডিও বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে এক ব্যাক্তিকে ছাপ্পা ভোট দিতে দেখা যাচ্ছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একটি বুথে চোর ভাইপোর গুণ্ডা বাহিনী ছাপ্পা ভোট দিচ্ছে, এই রকম ভাবে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস গ্রামগঞ্জে ভোট করেছে। তারই একটা ভিডিও ছবি আপনাদের উদ্দেশ্যে পাঠালাম। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চোর ভাইপো ৭ লক্ষ্যের বেশি ভোটে নির্বাচিত হয়েছেন। ভিডিওটি আপনার পরিচিতদের শেয়ার করুন। সবাই জানুক কিভাবে গ্রামগঞ্জে ভোট হয়েছে। ভাবতে অবাক লাগে, এই অসৎ দলটির নেত্রী চোর মমতা ও তাহার চোর ভাইপো এখনো মাথা উঁচু করে কথা বলে, লজ্জা বলতে ওদের কিছুই নেই।“
তথ্য যাচাই করে আমরা জানতে পেরেছি যে পোস্টের দাবিটি মিথ্যা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে দমদম পৌরসভা নির্বাচনে ছাপ্পা ভোট দেওয়ার ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটিকে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ‘টিভি৯ বাংলা’র সংবাদ উপস্থাপন পাওয়া যায়। এই উপস্থাপন অনুযায়ী, রাজ্যের ২০২২ সালের পৌরসভা নির্বাচনের সময় দক্ষিণ দমদম পৌরসভার ৩৩ নং ওয়ার্ডের ১০৮ নং বুথের ভোট সেন্টার ‘লেকভিউ স্কুলে’ এই ছাপ্পা ভোট দেওয়ার ঘটনাটি ঘটেছিলো।
ভিডিওটি ২৭ মে,২০২৪, তারিখে সিপিআই(এম) এবং বিজেপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হান্ডেল থেকে শেয়ার এটিকে দমদম পৌরসভা নির্বাচনে ভোট চুরির বলে জানানো হয়েছে।
নিষ্কর্ষঃ
তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রে ছাপ্পা ভোট দেওয়ার ভিডিও বলে করা দাবিটি মিথ্যা। ভিডিওটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের। দক্ষিণ দমদম পৌরসভা নির্বাচনে ছাপ্পা ভোট দেওয়ার পুরনো ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Title:দক্ষিণ দমদম পৌরসভা নির্বাচনে ছাপ্পা ভোট দেওয়ার পুরনো ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার
Written By: Nasim AResult: False