
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার দাবি করা হচ্ছে, হিন্দু মেয়েকে অপহরণের পর গণধর্ষণ করে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহন করানো হল। পোস্টের এই ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন লোক একজন মহিলার চুল ধরে রাস্তার উপর টানতে টানতে একটি চার চাকা গাড়ির দিকে নিয়ে যাচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – হিন্দু তরুনী কে প্রথমে অপহরণ,, পরে গণধর্ষণ,, সবশেষে জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তর (পাকিস্তান)(ভিডিওটি কভার করা হতে পারে ফেবু জুকু মো,ল্লা থেকে)।
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের মাধ্যমে করা দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। পাকিস্তানি হিন্দু দম্পত্তির নির্মম সাংসারিক কলহের ভিডিওতে ধর্মীয় রং চড়িয়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কয়েকটি কি ফ্রেমে ভেঙ্গে গুগল রিভার্স ইমেজ ইঞ্জিনে সার্চ করি। ফলাফলে পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম ‘দি পাকিস্তান ডেইলি’-এর প্রতিবেদনে এই ঘটনার উল্লেখ পাই। ২০ ডিসেম্বর, ২০২১, তারিখের এই প্রতিবেদন থেকে জানতে পারি, ভাইরাল ভিডিওতে যেই মহিলাকে দেখা যাচ্ছে তার নাম তেহজান ভিল (৪০)। তিনি পাকিস্তানের বেহরো সরিফ অঞ্চলের বাসিন্দা। তার স্বামির নাম হারচন্দ ভিল। তেহজান দীর্ঘ দিন ধরের ঘরোয়া বিবাদের স্বীকার হয়ে এসেছেন। এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে তিনি বিবাহ বিচ্ছেদের উদ্ধেশ্যে উমরকোটের দেওয়ানি আদালতের দারস্থ হন। আদালত থেকে ফেরার পথে তার স্বামী হারচান্দ ভিল সহ সাত জন পুরুষ তার ওপর আক্রমন করে। চুলের মুঠি ধরে তেহজানকে রাস্তায় টেনে নিয়ে যায়। এরপরেই পুলিশ এসে তাকে উদ্ধার করে।

রাশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা ‘স্পুটনিক নিউজ’ এর প্রতিবেদনে থেকেই এই একই খবর জানতে পারি। ভাইরাল ভিডিওটিকে পাকিস্তানের ঘটনা দাবি করে জানানো হয়েছে নির্যাতিত এই মহিলার নাম তেহযান ভিল। প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন এখানে। ( আর্কাইভ )
পাকিস্তানের মুখ্যধারার সংবাদমাধ্যম ‘ডন’ এর ২১ দিসেম্বর, ২০২১, তারিখের প্রতিবেদন থেকেও একই কথা জানতে পারি। এই ঘটনার পর পুলিশ হেমো ভিল নামের একজন ব্যক্তিকে সনাক্ত করে গ্রেফতার করে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। বিবাহবিচ্ছেদ করার উদ্দেশ্যে আদালত থেকে বাড়ি ফেরার সময় তার স্বামী সহ সাত জনের নিষ্ঠুর আচরন করার ভিডিওকে ধর্মীয় রং লাগিয়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে

Title:পাকিস্তান হিন্দু মেয়ের ওপর দাম্পত্য নির্যাতনের ভিডিওকে ধর্মীয় রং লাগিয়ে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AResult: False