সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবিকে সম্প্রতির কৃষক আন্দোলনের সাথে যুক্ত করে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে, ইউনিফর্ম পরিহিত দুজন ভারতীয় সেনা দাড়িয়ে আছে এবং তাদের সামনে সাধারণ পোশাকে একজন পাগড়ী পরা লোক রয়েছে। এই ছবিটির ওপর ইংরেজি ভাষায় লেখা রয়েছে,
“হৃদয় বিদারক। একজন ভারতীয় সেনা অফিস থেকে ছুটি নিয়ে সোজা দিল্লী বর্ডারে পৌঁছয়। সেখানে নিজের বাবাকে দেখে সে কান্নায় ফেটে পড়ে। তার বাবা গত ৭৫ দিন ধরে দিল্লীর এই হাড় কাঁপানো শীতে বাকি কৃষকদের সাথে আন্দোলনরত। যারা কৃষকদের খালিস্তানি এবং সন্ত্রাসবাদী বলে দাবি করছিল, এটা দেখার পর তাদের মাথা লজ্জায় হেঁট হয়ে যাওয়া উচিত“।

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। পুরনো একটি ছবিকে কৃষক আন্দোলনের সাথে যুক্ত করে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Soldier claim.png
ফেসবুক আর্কাইভ

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে পোস্টরে ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে দেখতে পাই, ‘ফ্যাক্ট ক্রিসেন্ডো ইংরেজি’ এই দাবির তথ্য যাচাই করেছে। এই প্রতিবেদনে পোস্টের ছবির বাকি অংশগুলি দেখতে পাই যা আমাদের তথ্য যাচাইয়ে অনেক সহায়তা করে।

আর্কাইভ

‘ইনভিড-উই-ভেরিফাই’ টুল ব্যবহার করে আমরা দেখতে এই ছবির পেছনে একটি বোর্ড রয়েছে যার ওপরে লেখে রয়েছে ‘ফেডএক্স (FedEx)। 1.jpg

আরও দেখতে পাই আরেকটি বোর্ড রয়েছে যার ওপরে লেখা রয়েছে “পার্কিং বাস স্ট্যান্ড লুধিয়ান (PARKING BUS STAND LUDHIANA)’।

2.jpg

এরপর লুধিয়ানা বাস স্ট্যান্ডের এই ‘ফেডএক্স’ দোকানের খোঁজ শুরু করি। ফ্যাক্ট ক্রিসেন্ডো এই দোকানটি খুঁজে বের করতে সক্ষম হয়। আমরা এই দোকানের মালিক সুরিন্দর বনসলের সাথে যোগাযোগ করি। তিনি নিশ্চিত করেন যে এই ছবিটি পাঞ্জাবের, দিল্লীর নয়। তিনি বলনে, “এগুলি আমার দোকানের সামনেরই ছবি।“ যদিও ছবির সেনাদের ব্যাপারে তার কাছে কোনও তথ্য নেই।

সুরিন্দরবাবু তার দোকানের সামনের যায়গার কিছু ছবি ফ্যাক্ট ক্রিসেন্ডোকে পাঠান। ওই ছবির সাথে পোস্টের ছবি তুলনা করে অনেকগুলি মিল খুঁজে পাই।

22.png
21.png
20.jpg

এরপর কিওয়ার্ড সার্চ করে লুধিয়ানা বাসস্ট্যান্ডের একটি ফেসবুক ভিডিও দেখতে পাই। এই ভিডিওতে পোস্টের ছবির লোকেশনকে দেখা যায়।

এছাড়াও গুগল ম্যাপে আমরা এই একই জায়গা দেখতে পাই। পোস্টের ছবিটি এখানেই তোলা হয়েছিল।

19.png

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। পাঞ্জাবের লুধিয়ানার একটি পুরনো ছবিকে কৃষক আন্দোলনের সাথে যুক্ত করে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:না, এই ছবির সাথে দিল্লীর কৃষক আন্দোলনের কোনও সম্পর্ক নেই

Fact Check By: Rahul A

Result: False