
ঐশ্বর্য রায় বচ্চনের সম্পাদিত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বার বার ঘুরে আসে। এবার এই ভুয়ো ছবিটিকে আরও ভাইরাল করার দায়িত্ব ব্যাঙের ছাতার মতো উঠতি নিউজ পোর্টালগুলি নিজের হাতে নিয়ে ফেলেছে। ক্লিক পাওয়ার জন্য এই সমস্ত প্রতিবেদনের লেখক/লেখিকারা কতটা নিচে নামতে পারে তার ধারণা করাও মুশকিল। এর আগে ভারত বার্তা নামে একটি পোর্টাল অন্য একটি শিশুর ছবিকে বিরাট-অনুস্কার মেয়ের ছবি দাবি করে ভুয়ো প্রতিবেদন শেয়ার করে। ফ্যাক্ট ক্রিসেন্ডো তার তথ্য যাচাই করে ওই প্রতিবেদনকে ভুয়ো প্রমান করে।
এই পোস্টটি শেয়ার করে দাবি করা হচ্ছে, যৌবন ধরে রাখতে মন্দিরে চুল দেন ঐশ্বর্য। ভাইরাল হওয়া এই পোস্টটির শিরোনামে লেখা রয়েছে, “সারাজীবন যৌবন ধরে রাখতে মন্দিরে চুল দিলেন ঐশ্বর্য, ভাইরাল রাই সুন্দরীর টাঁকলা ছবি“। থাম্বনেলে ঐশ্বর্যর দুটি ছবি আছে যার মধ্যে সম্পাদিত ছবিটিও রয়েছে।
তথ্য যাচাই
প্রথমেই আমরা প্রতিবেদনটি পড়ে দেখতে পাই শিরোনামের সাথে মূল খবরের কোনও মিলই নেই। এত আরও স্পষ্ট হয়ে যায় যে শুধুমাত্র ক্লিক পাওয়ার উদ্দেশ্যেই এই সমস্ত প্রতিবেদন লেখা হয়।
এরপর থাম্বনেলের ছবিটিকে ক্রপ করে গুগলে রিভার্স ইমেজব সার্চ করে আসল ছবির অনুসন্ধান পাই। ওই ছবিতে ঐশ্বর্যর মাথায় চুল রয়েছে। সংবাদমাধ্যম ‘এশিয়ানেট নিউজ’র একই ভুয়ো ছবির লেখা একটি প্রতিবেদনে এই ছবিটি দেখতে পাই।
ছবি দুটিকে পাশাপাশি তুলনা করে স্পষ্ট বোঝা যায় এই ছবিকেই সম্পাদিত করে চুল সরিয়ে দেওয়া হয়েছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। ঐশ্বর্যর একটি ছবিকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Title:সম্পাদিত ছবি শেয়ার করে ভুয়ো দাবি, যৌবন ধরে রাখতে মন্দিরে চুল দেন ঐশ্বর্য
Fact Check By: Rahul AResult: Misleading