
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, নরেন্দ্র মোদী বানর হুনুমানদের উন্নয়নের কথা বলছেন। ২৯ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে শূনতে পাওয়া প্রধানমন্ত্রী ভাষণের বাংলা অর্থ করলে দাড়ায়- যখন থেকে আমরা ভারত সরকারে কাজ করার সুযোগ পেয়েছি, তখন থেকে আমরা গুজরাটে বানরের উন্নয়নে সমান মনোযোগ দিয়েছি, আমরা বানর-ভিত্তিক উন্নয়নও করতে চাই। আমরা এমন একটি অবকাঠামো তৈরি করতে চাই যা রাস্তা, রেল এবং বিমানের ট্র্যাকের সাথে বানরদের সংযোগ করবে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “সারা দেশে শুধু বাঁদর হুনুমানের বিকাশ 😄😄😄😄।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ভাইরাল ভিডিওতে বানর হনুমানদের নয়, বন্দর উন্নয়নের কথা বলছেন প্রধানমন্ত্রী। ভিডিওটি সম্পাদিত।
তথ্য যাচাই
পোস্টের এই ভিডিওটি ভালো ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে ঠিক ১০ সেকেন্ডের পরের অংশে এবং ১৭ সেকেন্ডের পরের অংশে ভিডিওটি কাটছাঁট করার একটি ঘটনা লক্ষ্যনীয়। এখান থেকে ধারনা হয় যে, ভিডিওটি সম্পাদিত হতে পারে।
ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই ভাষণের দীর্ঘরূপটি DeshGujaratHD নামের ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিওটি ২০১৭ সালের ৭ অক্টোবর তারিখে আপলোড করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে, “গুজরাটের দ্বারকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ।“ পুরো ভিডিওটি শুনলেই স্পষ্ট হয়ে যায় তিনি বানর, হনুমানের উন্নয়নের কথা বলছেন না। তিনি বলছেন গুজরাটের দ্বারকায় বন্দর নির্মাণের কথা। যার সাথে সংযোগ হবে সড়কপথ, আকশপথে যা উন্নতি ঘটাবে গুজরাট রাজ্যের এবং হবে স্থানীয় বাসিন্দাদের রোজগারের নয়া পথ। বন্দর জমি উন্নয়নের কথা হিন্দিতে বলার পর তা ইংরেজিতেও একবার উল্লেখ করে বলেন “port land development (বন্দর জমি উন্নয়ন)” ঠিক ১৩ মিনিট ১৫ সেকেন্ডের মুহূর্তে যা সম্পাদিত করে ভিডিও থেকে কেটে ফেলা হয়েছে। হিন্দিতে বলা ’বান্দার’ বলতে তিনি ’বন্দর’কে বুঝিয়েছেন। দীর্ঘ ভাষণের এই ভিডিওর ১৩ মিনিট ১০ সেকেন্ডের পর থেকে কিছু অংশ ভাইরাল ভিডিওর অংশ।
নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ
নিষ্কর্ষঃ
তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভাইরাল ভিডিওতে বানর হনুমানদের নয়, বন্দর উন্নয়নের কথা বলছেন প্রধানমন্ত্রী।

Title:সম্পাদিত ভিডিও: বানর নয় বন্দর উন্নয়নের কথা বলছেন প্রধানমন্ত্রী
Fact Check By: Nasim AResult: Altered