সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার সেটিকে মিশরের মিশরের পিরামিডের নীচে আবিষ্কৃত হিন্দু মন্দিরের ছবি দাবি করে শেয়ার করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “খননকালে মিশরের পিরামিডের নিচে একটি প্রাচীন হিন্দু মন্দির পাওয়া গেছে। খননের পর পিরামিডের নিচে একটি হিন্দু সূর্য মন্দির পাওয়া গেছে।। আর পিরামিড তৈরি করা হয়েছে মন্দিরের উপরে। 4000 বছর আগে নির্মিত মিশরের পিরামিডের নীচে হিন্দু মন্দির খুঁজে পাওয়া আশ্চর্যের ব্যাপার। এভাবেই আমাদের সংষ্কৃতিকে ধবংস করে অন্যরা নিজেদের সাম্রাজ্য স্থাপনে ব্যস্ত ছিল। সনাতনের ধবংসের শুরু ৫০০০বছর আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। এত বছরেও টনক নড়ে নি এই জাতীর।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি বিভ্রান্তিকর। মিশরের শহর গিজাতে অবস্থিত দ্য গ্রেট পিরামিডের ঠিক পূর্বে অবস্থিত একটি সমাধি থেকে আবিষ্কৃত প্রায় ৪৩০০ বছরেরও বেশি সময় আগের একটি দেয়ালচিত্রকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাই

ছবিটির গুগল্ রিভার্স ইমেজ সার্চ এই ছবি কেন্দ্রিক কয়েকটি প্রতিবেদনের ঠিকানা দেই। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ইতিহাস কেন্দ্রিক ওয়েবসাইট ’লাইভসায়েন্স’-এর প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে, “গিজার গ্রেট পিরামিডের কাছে প্রাচীন পুরোহিতের সমাধির পেন্টিং আবিষ্কৃত হয়েছে।“ এই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “মিশরের গিজার গ্রেট পিরামিড থেকে মাত্র ১,০০০ ফুট (৩০০ মিটার) দূরে একজন পুরোহিতের সমাধিতে আবিষ্কৃত একটি চিত্রকলা প্রাচীন জীবনের দৃশ্যগুলিকে চিত্রিত করে (ছবির সৌজন্যেঃ মাকসিম লেবেদেভ)।“ এই চিত্রকলা ৪৩০০ বছর পুরনো। ইন্সটিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ, রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেস তাছাড়াও প্রাচ্যের ইতিহাস বিভাগের একজন প্রফেসর ’মাকসিম লেবেদেভ’। তিনি গবেষকদের একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন যারা ৪,৩০০ বছরেরও বেশি সময়ের পুরনো প্রাচীন চিত্রটি ২০১২ সালে আবিষ্কার করেছিলেন এবং ভাইরাল এই ছবিটি তিনি তুলেছেন।

NBC News-এর প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। সাথে এও জানা যায় যে, ’মাকসিম লেবেদেভ’ নেতৃত্বাধীন গবেষক দলটি ১৯৯৬ সাল থেকে সমাধিগুলি খনন করছিল। যেই সমাধি থেকে এই চিত্রকলা আবিষ্কৃত হয়েছে তা দ্য গ্রেট পিরমিড অফ গিজা’র ১০০০ মিটার পূর্বে অবস্থিত। এই চিত্রকলাটি পঞ্চম রাজবংশের শেষের দিকের বলে মনে করা হয়।

Foxnews সহ অন্যান্য মুখ্যধারার প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।

তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় যে, ছবিটি ৪৩০০ বছরের পুরনো একটি দেয়ালচিত্র যা ২০১২ মিশরের এক সমাধি খননের সময় আবিষ্কৃত হয়েছে, মিশরের পিরামিডের নীচে আবিষ্কৃত হিন্দু মন্দিরের ছবি নয়।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। মিশরের শহর গিজাতে অবস্থিত দ্য গ্রেট পিরামিডের ঠিক পূর্বে অবস্থিত একটি সমাধি থেকে আবিষ্কৃত প্রায় ৪৩০০ বছরেরও বেশি সময় আগের একটি দেয়ালচিত্রকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:মিশরের পিরামিডের নীচে আবিষ্কৃত হিন্দু মন্দির দাবিতে ভাইরাল ৪৩০০ বছরের পুরনো দেয়ালচিত্র

Fact Check By: Nasim Akhtar

Result: False