’ওপ্পো’ মোবাইল ফোনের প্রচারমুলক ভিডিও বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল

False Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ক্ষুব্ধ রণবীর কাপুর অনুরাগির ফোন ছুঁড়ে ফেললেন। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে বলিউড তারকা রণবীর কাপুরকে। তিনি এক যুবক অনুরাগির সাথে সেলফি নিচ্ছেন তারপর সেলফি কেমন হয়েছে দেখার বাহানায় ভক্তের হাত থেকে মোবাইলটি নিয়ে অনুরাগির ফোনটি পেছনের দিকে ছুঁড়ে ফেলে দিলেন।   

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ” Verified Ranbir Kapoor Throws a Fan’s Phone | নিজস্বী তোলায় অনুরাগীর মোবাইল ছুঁড়ে ফেলে দিলেন রণবীর কাপুর! – দেখুন সেই ভিডিও #viralvideo #ranbirkapoor #ranbirkapoorfans #bollywood #viral #News18Bangla Comments।” 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। মোবাইল সংস্থা ’ওপ্পো’র নতুন মডেল RENO 8T-এর প্রচারমুলক ভিডিও বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাই  

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগল সহ্ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, সংবাদ সংস্থা লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন থেকে জানতে পারি ভাইরাল এই ভিডিওটি মোবাইল সংস্থা ’ওপ্পো’ তার নতুন মডেলের ফোন ’ওপ্পো রেনো৮টি’ শীঘ্রই লঞ্চ করতে চলেছে। নতুন এই ফোন প্রচারের জন্য বিজ্ঞাপনমুলক ভিডিওটি এরকমভাবে শুট করা হয়েছে।

এই সুত্র ধরে ইন্সতাগ্রামে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে ’ভাইরাল ভ্যায়ানি’ এবং ’ওপ্পো’র অফিসিয়াল প্রোফাইলে ভাইরাল এই ভিডিওর দীর্ঘ সংস্করণটি পেয়ে যায়। ক্যাপশনে দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিওটি Oppo এর RENO 8T এর একটি প্রচারমূলক ভিডিও। এই ভিডিওতে দেখা যায় রণবীর কাপুরের সঙ্গে সেলফি নেওয়া ভক্তের ফোনটি ছুঁড়ে ফেলে দেওয়ার পর সেই ভক্তকে ’ওপ্পো’ কোম্পানির  RENO 8T নামের একটি নতুন মোবাইল ফোন হাতে তূলে দিচ্ছেন। 

’ওপ্পো’র টুইটার হান্ডেল থেকেও ভাইরাল পোস্টের দীর্ঘ সংস্করণটি টুইট করে ভিডিওটিকে Oppo এর RENO 8T মোবাইল ফোনের প্রচারমুলক ভিডিও বলে জানানো হয়েছে। 

৩ ফেব্রুয়ারি,২০২২, তারিখে মোবাইল সংস্থা ওপ্পো তার ব্র্যান্ডের নতুন মডেলের ফোন RENO 8T লঞ্চ করতে চলেছে। এই ফোনের প্রচারের জন্য বলিউড তারকাকে ব্যবহার করেছে মোবাইল সংস্থা। 

উপরিউক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, রণবীর কাপুর তার ভক্তের সাথে খারাপ ব্যবহার করেনি। ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড এবং নিছকই একটি প্রচারমুলক ভিডিও।  

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। মোবাইল সংস্থা ’ওপ্পো’র নতুন মডেল RENO 8T-এর প্রচারমুলক ভিডিও বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:’ওপ্পো’ মোবাইল ফোনের প্রচারমুলক ভিডিও বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল

Fact Check By: Nasim Akhtar  

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *