
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশ কয়েকটি পোস্টে রানী মুখার্জি এর নাম দিয়ে একটি ভুয়ো বক্তব্যকে ভাইরাল করা হচ্ছে। একটি প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, রানী মুখার্জি বলেছেন “হজরত মুহাম্মাদ দুনিয়ার সর্বকালের সেরা মানব”। পোস্টে দেওয়া প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে “হজরত মুহাম্মাদ দুনিয়ার সর্বকালের সেরা মানবঃ রানী মুখার্জি”। ক্যাপশনেও একই কথা লেখা রয়েছে।
তথ্য যাচাই করে আমরা জানতে পারি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। বাস্তবে রানী মুখার্জি এমন কোনও মন্তব্য করেননি এবং তার কোনও টুইটার অ্যাকাউন্ট নেই।

এই একই পোস্ট গত বছরেও বিভিন্ন পোর্টাল থেকে ভাইরাল করা হয়েছিল।


তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে ‘কোহরাম খবর’ নামে একটি সংবাদ মাধ্যমে এই ঘটনার উল্লেখ পাই। ২০০৬ সালের ৩ জানুয়ারির এই প্রতিবেদন থেকে জানতে পারি রানী মুখার্জি তার টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে বলেন, “হজরত মুহাম্মাদ মানবজগতের সবথেকে আদর্শবান লোক।”

তারপর টুইটারে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ২০১৬ সালের ৬ জানুয়ারির একটি টুইট দেখতে পাই যেখানে ইংরেজি ভাষায় লেখা রয়েছে “রানী মুখার্জি টুইট করে জানিয়েছেন হজরত মুহাম্মাদ মানবজগতের সবথেকে আদর্শবান লোক”। সঙ্গে একটি লিঙ্ক দেওয়া রয়েছে।
এই লিঙ্কে ক্লিক করলে আমরা ‘ইন্ডিয়া টোমোরো’’ নামে একটি সংবাদ পোর্টালের একটি প্রতিবেদন দেখতে পাই। ২০০৬ সালের ২ জানুয়ারির এই প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে, দাবি করা সম্পর্কিত প্রতিবেদনটি মুছে ফেলা হয়েছে কারণ যে টুইটার কে কেন্দ্র করে প্রতিবেদনটি প্রকাশ করেছিল হয়েছিল তা ভুয়ো বলে প্রমানিত হয়েছে। এর জন্য সংবাদ মাধ্যম ক্ষমাপ্রার্থী।

এছাড়া আরও জানতে পারি, ২০১৭ সালে কাশ্মীর বিষয়ে রানী মুখার্জি নামের এক ছদ্ম টুইটার অ্যাকাউন্ট থেকে একটি বক্তব্য পোস্ট করা হয় যা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরবর্তীতে তার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় তিনি কখনও কোনও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন না এবং তার নিজস্ব কোনো টুইটার অ্যাকাউন্ট নেই।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। বাস্তবে রানী মুখার্জি এমন কোনও মন্তব্য করেননি এবং তার কোনও টুইটার অ্যাকাউন্ট নেই।

Title:না, রানী মুখার্জি বলেননি “হজরত মুহাম্মাদ দুনিয়ার সর্বকালের সেরা মানব”
Fact Check By: Nasim AResult: False