চলতি মাসের ২২ তারিখ উদ্বোধন হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির। উদ্বোধন সভায় উপস্থিতির জন্য নিমন্ত্রন পত্র পাঠানো চলছে জোর কদমে। ইতিমধ্যে কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে, বিরোধী দল নেতা অধির রঞ্জন চৌধুরী ও সোনিয়া গান্ধী সহ কয়েকটি বিরোধী দলের তরফ থেকে জানানো হয়েছে এই শুভ উদ্বোধন পর্বে তারা অংশগ্রহণ করবেন না। এই নিয়ে মিডিয়াই চর্চা এখন তুঙ্গে। রাম মন্দিরের উদ্বোধনকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়াই পোস্ট করা হচ্ছে অনেক প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক ছবি, ভিডিও পোস্ট। সম্প্রতি একটি পোস্ট শেয়ার করে লেখা হয়েছে- মোদির সিদ্ধান্ত কারেন্সি নোট থেকে লাল কেল্লা মুছে ফেলা হয়েছে এবং দাবি করা হচ্ছে, ৫০০ টাকার নোটে লাল কেল্লার ছবির পরিবর্তে থাকবে রাম মন্দিরের ছবি। ক্যাপশনে লেখা হয়েছে,”বড়ো খবরঃ এখন ৫০০ টাকার নোটে লাল কেল্লার পরিবর্তে, শ্রী রাম মন্দিরের ছবি থাকবে। আনন্দে গর্জে উঠুন। ভক্তরা জয় শ্রী রাম।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। ৫০০ টাকার নোটে রাম মন্দিরের ছবি থাকবে এরকম কোন তথ্য প্রকাশ করা হয়নি আরবিআই-এর তরফ থেকে।

ফেসবুক পোস্ট

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

প্রচলিত নোটে এত বড় পরিবর্তন করা হলে তা সারা দেশ জুড়ে সংবাদ মাধ্যমগুলোর শিরোনামে থাকতো। সংবাদ প্রতিবেদনগুলোতে এই খবরের অনুপস্থিতি বুঝিয়ে দেই যে ৫০০ টাকার নোটে লাল কেল্লার পরিবর্তে রাম মন্দিরের ছবি থাকার দাবিটি বিভ্রান্তিকর।

তারপর, ফ্যাক্ট ক্রিসেণ্ডো আরবিআই-এর যোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত যোগেশ দয়ালের সাথে সম্পর্ক করে। ভাইরাল এই দাবি খণ্ডন করে তিনি আমাদের জানান,”ভাইরাল দাবিটি ঠিক নয়। আমরা প্রচলিত মুদ্রায় যেকোন নতুন পরিবর্তনের কথা আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করব, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নয়। আসল মুদ্রার বিবরণ আরবিআই-এর ওয়েবসাইটে পাওয়া যায়।“

আরবিআই-এর ওয়েবসাইটে ৫০০ টাকার নোটে রাম মন্দিরের ছবি সহ নতুন নোট প্রবর্তন সম্পর্কে কোনও বিজ্ঞপ্তি বা সংবাদ লিপি পাওয়া যায়নি। আরবিআই-এর মতে, মহাত্মা গান্ধী (নতুন) সিরিজটি ২০১৬ সালে চালু করা হয়েছিল। নতুন এই সিরিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈজ্ঞানিক সাফল্যগুলিকে তুলে ধরে। নতুন সিরিজের অধীনে চালু মহাত্মা গান্ধীর ছবি যুক্ত প্রচলিত নতুন নোটের নমুনাগুলো দেখতে ক্লিক করুন এখানে।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। আরবিআই রাম মন্দিরের ছবি যুক্ত কোনও নতুন মুদ্রা চালু করা নিয়ে কোনও ঘোষণা করে নি। মুদ্রিত সর্বশেষ ৫০০ টাকার নোটটি ছিল মহাত্মা গান্ধী (নতুন) সিরিজ যা ২০১৬ সালে চালু হয়েছিল।

Avatar

Title:৫০০ টাকার নোটে লাল কেল্লার পরিবর্তে শ্রী রাম মন্দিরের ছবি থাকবে ? জানুন ভাইরাল দাবির সত্যতা

Written By: Nasim A

Result: False