
রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজের একরকমের জোয়ার নেমেছে। পুরনো ভিডিও এবং ছবিকে যুদ্ধের দৃশ্য বলে শেয়ার করা হচ্ছে। সম্প্রতি ফেসবুকে এরকমই একটি অপ্রাসঙ্গিক ভিডিও শেয়ার করে সেটিকে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধের দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ২ মিনিট ১৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকটি যুদ্ধ বিমান আকাশে উড়ছে। সংবাদ উপস্থাপক ভিডিওতে বলছেন, ইউক্রেনের আকাশে ঘুরছে রাশিয়ার যুদ্ধ বিমান। ইউক্রেনের ইভানো ফ্রাঙ্কিভস্ক শহরের ভিডিও বলে জানানো হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “রাশিয়া ইউক্রেন যুদ্ধ।”
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। রাশিয়ান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্যারেড মহড়ার পুরনো ভিডিওকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
উল্লেক্ষ্য, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশ্যে ইউক্রেনে হামলার নির্দেশ দেন। প্রথমে ইউক্রেনের শহরের বিমানবন্দর ও সামরিক সদর দফতগুলিতে আক্রমণ করা হয়। এরপর রাশিয়ার পার্শ্ববর্তী মিত্র দেশ বেলারুস থেকে উত্তর, পূর্ব ও দক্ষিন থেকে ট্যাঙ্ক সহ সৈন্যরা ইউক্রেনে প্রবেশ করে। বিস্তারিত পড়ুন।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচায় করতে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভেঙ্গে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে যথাযত কোনও তথ্য পাওয়া যায় না। এর পর রাশিয়ান সার্চ ইঞ্জিন ‘ইয়ান্ডেক্সে’ রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘GoOn’ নামের একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওর অনুসন্ধান পাওয়া যায়। ২০২০ সালের ৪ মে তারিখে এই ভিডিওটি আপলোড করা হয় যার শীর্ষকে লেখা রয়েছে, “৪ মে ২০২০ এরিয়েল প্যারেড রিহার্সালের দৃশ্য, রাশিয়ার তুশিনো শহরে যুদ্ধ বিমান উড়ছে।”
’Lessony’ নামের একটি ইউটিউব চ্যানেলেও এই একই ভিডিও ২০২০ সালের ৪ মে তারিখে আপলোড করা হয়।
এই দুই ভিডিও থেকে স্পষ্ট ধারণা হয়ে যায় ভাইরার ভিডিওটি সম্প্রতির নয় এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির সাথে এর কোনও সম্পর্ক নেই।
এই সুত্র ধরে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে সংবাদমাধ্যম ‘দি মস্কো টাইমস’-এর ইউটিউবে চ্যানেলে এই ভিডিও কেন্দ্রিক একটি প্রতিবেদন খুঁজে পাই। ভিডিওর শিরোনামে লেখা রয়েছে, “বিজয় দিবসের মহড়ায় সামরিক বিমান মস্কোর উপর দিয়ে উড়েছে।”
এই ভিডিও প্রতিবেদন থেকে জানতে পারি, ২০২০ সালের ৯ মে তারিখে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনির বিরুদ্ধে জয়ের ৭৫তম বছর পূর্তি অর্থাৎ হীরকজয়ন্তী পালন করবে। ৯ মে তারিখে রাশিয়ার বিজয় দিবস উদযাপনে ৭৪টি রাশিয়ান সামরিক বিমান এবং হেলিকপ্টার মস্কো শহরের উপর দিয়ে প্যারেড রিহার্সাল করে।
তথ্য ও প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় ভাইরাল এই ভিডিওটির সম্প্রতি রাশিয়া-ইউক্রেন বিবাদের সাথে কোনরকম ভাবেই যুক্ত নয়। রাশিয়ার বিজয় দিবস পালনের উদ্যেশ্যে রাশিয়ার মস্কো শহরে প্যারেড রিহার্সালের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।
ফ্যাক্ট ক্রিসেন্ডো ইংলিশ এই ভিডিওর সত্যতা যাচায় করে এটিকে ভুল প্রমাণ করে। ইংরেজিতে এই ফ্যাক্ট চেক পড়তে এখানে ক্লিক করুন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। রাশিয়ান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্যারেড মহড়ার পুরনো ভিডিওকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:মস্কোর প্যারেড মহড়ার পুরনো ভিডিওকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AResult: False